images

বিনোদন

ইরানে ইন্টারনেট বন্ধ, আন্তর্জাতিক সাহায্য চাইলেন জাফর পানাহি-রাসুলফ

বিনোদন ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

ইরানে সরকার বিরোধী আন্দোলন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশটির রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। জনরোষ ঠেকাতে ইন্টারনেট বন্ধ করেছেন খামেনি সরকার। যা মোটেও ভালোভাবে নেননি ইরানি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফে। যৌথ বিবৃতিতে নিজের জন্মভূমির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক যৌথ পোস্টে পানাহি-রাসুলফে লিখেছেন, রাষ্ট্রীয়ভাবে মতপ্রকাশ দমনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিহাস তার সাক্ষী। এমন দমনমূলক পদক্ষেপ ভবিষ্যতে দেশের জন্য অনুশোচনামূলক পরিণতি ডেকে আনতে পারে। 

তারা যোগ করেন, অভিজ্ঞতা বলে, এমন ব্যবস্থা নেয়া হয় মূলত আন্দোলন দমনের সময় সংঘটিত সহিংসতা আড়াল করার জন্য। আমরা আমাদের নাগরিকদের জীবন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমাদের পরিবার, সহকর্মী ও বন্ধুদের নিয়ে, যারা এই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন।

বিবৃতিতে পানাহি ও রাসুলফ আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ইরানে যোগাযোগব্যবস্থা পুনরায় সচল করতে এবং সেখানকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। 

সবশেষে তারা লিখেছেন, আজ নীরব থাকলে ভবিষ্যতে তার জন্য অনুশোচনা করতে হবে, ইতিহাস তার সাক্ষ্য দেয়।

গত মাসের শেষ দিকে ইরানে স্থানীয় মুদ্রার আকস্মিক অবমূল্যায়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নামা নাগরিকরা ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এসব বিক্ষোভকারীদের ‘ভাঙচুরকারী’ ও ‘নাশকতাকারী’ হিসেবে আখ্যা দেন।

ইএইচ/