images

বিনোদন

‘তাহসানকে কেন রোজার মতো হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হবে’ 

বিনোদন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

বছরের শুরুতে জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিচ্ছেদের খবরে মন ভেঙে গায়কের ভক্তদের। সামাজিক মাধ্যমে অনেকেই আবেগঘন পোস্টে অনুভূতির কথা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার তাহসানের সমালোচনা করেছেন। এই যেমন লন্ডন প্রবাসী উদ্যোক্তা আফরোজা বেগম। 

তাহসান-রোজার বিচ্ছেদের খবর প্রকাশে আসতেই শনিবার গায়ককে খোঁজ মেরে আফরোজা লিখেছেন, ‘তাহসান এত ব‍্যক্তিত‍্য সম্পন্ন, সুশীল, ম‍্যাচিউর মানুষ। কেন বুঝে শুনে রোজার মতো হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হবে?’

এরপর আফরোজ যোগ করেন, ‘তাহসান ইসলাম মুখী বলেই সে ভালো স্বামী বা ভালো মানুষ এটা যেমন ১০০% সঠিক না, তেমনি অল্প বয়সি, জীবন কম দেখা, আধুনিক মানসিকতার মেয়ে রোজা যে খারাপ মানুষ তাও সঠিক না। ধর্ম চর্চা আর ভালো মানুষের মধ্যে অবশ্যই যোগ সংযোগ আছে, তবে এটা বেশির ভাগ বাংলাদেশি মুসলিমদের জন্য প্রযোজ্য নয়।

image

তাহসানকে উদ্দেশ করে তিনি আরও লিখেছেন, ‘তাহসান-রোজার এই সম্পর্কে তাহসানের ব্যাডা মূলক চিন্তা বাদ দিয়ে নিজের কাছাকাছি কাউকে বিয়ে করা উচিত ছিল। তাহসানকে দেবতুল্য হিসেবে উপস্থাপন করার কিছুই নাই।’

তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুল্লুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।  

ইএইচ/