images

বিনোদন

৪০০ বছরের পুরনো যৌনপল্লীর গল্পে সিনেমা, প্রকাশ্যে ট্রেলার

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

মুক্তির অপেক্ষায় নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এতে একটি যৌন পল্লীর বাসিন্দাদের লড়াই, সংগ্রাম ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে। 

সিনেমাটি গড়ে উঠেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লীর গল্পে। এ প্রসঙ্গে নির্মাতা বলেছিলেন, ‘নারায়ণগঞ্জের টানবাজার।এক সময়ের ৪০০ বছরের পুরনো যৌনপল্লী—উচ্ছেদের পরিকল্পনা এবং উচ্ছেদ-পরবর্তী যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেটাই আমাদের সিনেমার মূল বিষয়। গল্পে রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশ কিছু স্পর্শকাতর জায়গা রয়েছে।’

নির্মাতার ভাষায়, নারায়ণগঞ্জকে ‘পাপমুক্ত’ করার নামে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপমুক্ত করতে গিয়ে যে পুরো পাপ সমাজে ছড়িয়ে দেওয়া হলো এবং এর পেছনে যে অজানা রহস্য ছিল—সেই গল্পটাই আমরা সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

ছবিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ একঝাঁক পরিচিত মুখ। শুটিং হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায়। লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় থাকছে তিনটি গান। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

গেল বছরের শেষে প্রকাশ পায় ছবির প্রথম ঝলক। সেসময় মুক্তির দিনক্ষণও প্রকাশ করা হয়। পরিচালক জানান, রোজার ঈদকে ঘিরে ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।