বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
‘আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিয়ে করেছি এবং খুবি খুশি। সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি। শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছে এটার অনুভূতি অসাধারণ।‘ দ্বিতীয় বিয়ের পর গণমাধ্যমে এভাবেই অনুভূতি প্রকাশ করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যদিও সে সুখের অনুভূতি বেশিদিন স্থায়ী হলো না। বিয়ের এক বছর না পেরতেই সংসার ভাঙছে তাহসান খান ও রোজা আহমেদের।
আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ২০২৫-এর শুরুতে যেভাবে চমকে দিয়েছিলেন তাহসান। তেমনি ২০২৬ শুরুতেও বিচ্ছেদের খবর দিয়ে চমকে দিলেন।
গত ৪ জানুয়ারি তাহসান-রোজার প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে গায়কের ভক্তরা যখন ধরেই নিচ্ছিলেন তারা একসঙ্গে আছেন। ঠিক তখনই সবাইকে মিথ্যের মাঝ থেকে বের করে আনলেন গায়ক। জানালেন রোজার সঙ্গে বিচ্ছেদের কথা।

বিচ্ছেদের বিষয়ে বেশি কিছু প্রকাশ করেননি তিনি। তবে জানা গেছে, গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন এবং গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন কার্যকর হবে মাস তিনেক পর। অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে।
তাহাসান-রোজার বিচ্ছেদের পেছনে আসল কারণ কী-এমন প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্তদের মনে। গায়কের ঘনিষ্ঠ সূত্রের মতে মেয়ে আইরা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, আইরাকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ মেনে নিতে পারছিলেন রোজা আহমেদ। সম্পর্কের টানাপড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান।
ইএইচ/