বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
দক্ষিণী তারকা প্রভাসের নতুন সিনেমা ‘রাজা সাব’ নিয়ে ভক্তদের উন্মাদনা মাত্রা ছাড়াল। সিনেমা হলে আগুন ধরিয়ে দিলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, পর্দায় যখনই প্রভাস এসেছেন তখনই উল্লাস তীব্র থেকে তীব্রতর হয়েছে। পর্দার সামনে একদল সমর্থক কাগজের টুকরোয় আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নেচেছেন। গলা ফাটিয়ে প্রভাসের নামে ধ্বনি দিয়েছেন।
এদিকে হলের ভেতর আগুন জ্বালানোয় উপস্থিত দর্শকদের ভেতর বিষয়টি আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ায়। ভালোভাবে নেননি নেটিজেনরাও। উঠেছে নিন্দার ঝড়। নেটাগরিকেরা প্রভাস-অনুরাগীদের এই আচরণের কট্টর সমালোচনা করেছেন।
তাদের কথায়, প্রকৃত অনুরাগীরা কখনও নায়কের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করবেন না। এরা বুঝতে পারছেন না, আদতে এরা প্রভাসকেই কলঙ্কিত করছেন, যা একেবারেই কাম্য নয়। এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ হোক।”
এর আগে সিনেমা হলে ঢাউস সাইজের কুমির এনে জনমনে আতঙ্ক সৃষ্টির করেছিলেন প্রভাসের ভক্তরা। এবার আগুন ধরিয়ে তৈরি করলেন ভীতিকর পরিবেশ। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নিল— জানা যায়নি।