images

বিনোদন

কেন চুম্বন দৃশ্যে অভিনয় করেন না স্বস্তিকা— জানালেন কারণ 

বিনোদন ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। করতে হয় চুম্বনসহ বিভিন্ন দৃশ্যে অভিনয়। সেখানেই আপত্তি টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্তর। জানালেন কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমকে স্বস্তিকা বলেন, ‘আমি এখনও পর্যন্ত অনস্ক্রিন চুমু খাইনি। আমি আমার কাজের প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। পরিচালকদের প্রথম থেকেই বলে রাখি যে আমি কোনোভাবেই চুমু খাব না। খুব প্রয়োজন হলে তবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করব। তবে সেক্ষেত্রেও এমনভাবে শট নেওয়া হয় যাতে মনে হয় নায়ক নায়িকা ঘনিষ্ঠভাবে রয়েছেন কিন্তু আদতে ততটাও ঘনিষ্ঠ হই না আমি।’

1644419861_swastika-lead

তার কথায়, ‘এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমার মনে হয় আমি এখনও রেডি নই এক্ষেত্রে। তাই পরিচালকদের বলাই থাকে যে আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করব না যেখানে চুমু খেতে হবে। তবে যদি খুব পছন্দ হয়ে যায় গল্প সে ক্ষেত্রে পরিচালককে একটি চকলেট খাইয়ে রাজি করাই যাতে এমনভাবে শটটা নেওয়া হবে যেন মনে হবে চুমু খাচ্ছি, কিন্তু আদৌ আমরা চুমু খাই না।’

মুক্তির অপেক্ষায় আছে স্বস্তিকা অভিনীত ভানুপ্রিয়া ভূতের হোটেল। পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির একটি গানে রেট্রো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।