বিনোদন প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
ঢাকা-কলকাতা মিলিয়ে সার্বজনীন বাংলা সিনেমার ইতিহাসে একটি বিরল রেকর্ড সৃষ্টি করার মধ্য দিয়ে সম্প্রতি শুটিং শেষ হয়েছে সময়ের আলোচিত এবং ব্যস্ততম নায়িকা শবনম বুবলীকে কেন্দ্র করে আবর্তিত নারী প্রধান গল্পের সাইকো থ্রিলার অ্যাকশন ‘পিনিক’ সিনেমার শুটিং।
এ প্রসঙ্গে ছবির নির্বাহী প্রযোজক অভিনেতা শিমুল খান জানান, পরিচালক জাহিদ জুয়েলের উদ্ভাবনী পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে আমরা পিনিক সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোমান্টিক গান ওয়ান টেকে শুটিং সম্পন্ন করেছি। গানটিতে নায়িকা শবনম বুবলীর সাথে নায়ক আদর আজাদ পারফর্ম করেছে। যা কিনা ঢাকা-কলকাতা, দুই বাংলা মিলিয়ে সার্বজনীন বাংলা সিনেমার ইতিহাসেই এই প্রথম এবং উপমহাদেশের সার্বজনীন চলচ্চিত্রের গানের ইতিহাসেও মাত্র ৬ষ্ঠ ঘটনা। সত্যিই ‘পিনিক’ টিমের জন্য এটি একটি গৌরবময় ঘটনা।
পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘গানটা শোনার পরই আমি ওয়ান টেকে শ্যুট করার পরিকল্পনা করি। তারপর টিমের সবার সাথে বিষয়টি শেয়ার করার পর সবাই উচ্ছ্বসিত, একতাবদ্ধ হন আমার পরিকল্পনার সাথে। প্রযোজক আশরাফ কিটু এবং নির্বাহী প্রযোজক শিমুল খান ভাই আমাকে ১০০ ভাগ সমর্থন দেওয়ায় কাজটি আরও সহজ হয়ে যায়। আমার চিত্রগ্রাহক ইবাদ আলিম এবং স্টেডিক্যাম অপারেটর কাউসার কে প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা অক্লান্ত পরিশ্রম করে একদমই স্বল্প সময়ের মধ্যে দুর্দান্তভাবে গানটা শেষ করে দেওয়ার জন্য।’
প্রযোজক আশরাফ কিটু ওয়ানটেকে গানটি চিত্রায়ণ প্রসঙ্গে বলেন, ‘পরিচালক আমার কাছে যা যা চেয়েছে। প্রযোজক হিসেবে তার সবই আমি উজার করে দিয়েছি। আমি নিশ্চিত, আপনারা গানটি বড়পর্দায় দেখলে প্রচণ্ড আন্দোলিত হবেন।’
বুবলী বলেন, ‘পুরো পরিকল্পনাটি খুবই উদ্ভাবনী ছিল। শুটিংয়ের আগের দিন কোরিওগ্রাফার আলিফের নির্দেশনায় আমি এবং সহশিল্পী আদর আজাদ রিহার্সাল করেছি। তারপর শুটিংয়ের দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা মাত্র ৪ ঘণ্টায় গানটির শুটিং শেষ করেছি। পিনিক টিমের সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা এমন বিরল ভাবনা নিয়ে একত্রিত হয়ে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড সৃষ্টি করার জন্য।’
গানটি প্রসঙ্গে নায়ক আদর আজাদ বলেন, ‘এই গানের শুটিং অভিজ্ঞতা চমৎকার ছিল। ‘পিনিক’ টিম এবং অবশ্যই বিশেষ করে নায়িকা বুবলীকে ধন্যবাদ। সহশিল্পীর সাহায্য ছাড়া এমন সুন্দর রোমান্টিক গানের শুটিং ঠিকঠাক হওয়া অসম্ভব।
উল্লেখ্য, দেশের গুণী গীতিকবি জাহিদ আকবরের লেখা ‘আধাচাঁদ’ গানটিতে শান্ত শানের সংগীতায়োজনে সুর এবং কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ। এই গানের কোরিওগ্রাফি করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি তরুণ ড্যান্সার মোফাসসেল আলিফ।
কোরিওগ্রাফার আলিফ বলেন, “মুম্বাইতে বলিউডের অন্যতম শীর্ষ কোরিওগ্রাফার টেরেন্স স্যারের একাডেমি থেকে ওয়েস্টার্ন ফিউশন এবং কনটেম্পোরারি ডান্সের ওপর উচ্চতর পড়াশোনা শেষ করে দেশে ফিরে ভেবেছিলাম, নিজ দেশের সিনেমায় ইউনিক কিছু কাজ করব। এতদিন সেভাবে সুযোগ না এলেও, অবশেষে ‘পিনিক’ সিনেমায় অভিনেতা শিমুল খান এবং পরিচালক জাহিদ জুয়েল ভাইয়ার সৌজন্যে এমন ইউনিক কিছু করার সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সবার কাছে দোয়া চাই, আমি যেন ঠিক এভাবেই আমাদের ঢাকাই বাংলা সিনেমার গানসহ সব বাংলা গানকে আমার কোরিওগ্রাফির মাধ্যমে বিশ্ব দরবারে ভিন্নভাবে, সম্মানের সাথে উপস্থাপন করতে পারি।”
সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘পিনিক’ আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। সেই উপলক্ষে তারা জানান, আগামী ১১ জানুয়ারি রোববার ছবিটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেব। তারপর দ্রুত ছবিটির টিজার মুক্তির মধ্য দিয়ে ঈদে মুক্তির জন্য যাবতীয় প্রোমোশনাল অ্যাকটিভিটি পরিচালনা করব।