images

বিনোদন

যে ভুলের কারণে স্ত্রী ও সমাজের কাছে লজ্জিত জোভান

বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বছর দুই আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ের আগে এক মেয়ের সঙ্গে এক মাসের গভীর ভালোবাসা হয়েছিল। সেই সম্পর্কে ভেঙে গেলে অভিনেতা নিজেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অজানা কথা প্রকাশ করেন জোভান। এবার সাক্ষাৎকার প্রচারের কয়েকদিনের অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। 

বুধবার (৭ ডিসেম্বর) এক ভিডিও জোভান জানিয়েছে সম্প্রতি সাক্ষাৎকারে প্রেমের বিষয়ে যে কথাগুলো বলেছেন তা স্ক্রিপ্টেড ছিল। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমি দুঃখিত।’ ভিডিওতে তিনি জানান, কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত কিছু ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। ব্যক্তিগত বিষয়টি উল্লেখ না করলেও কিছুদিন আগে একটি অনুষ্ঠানে প্রেম সংক্রান্ত ব্যাপারে কথা বলেছিলেন।

অভিনেতা জোভান ভিডিওতে বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু ভুল কথা বলেছি। এ জন্য আমি আজ সবার সামনে বলতে চাই, যেসব কথা বলেছি, সেসব মন থেকে আসেনি। কথাগুলো স্ক্রিপটেড ছিল, সবই ছিল সাজানো।

জোভান যখন কথাগুলো বলছিলেন, তখন পাশেই বসা ছিল তার স্ত্রী। অভিনেতা বলেন, আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেসব শিখিয়ে দেয়া হয়েছিল আমায়। আর এ সময় সামনে চিঠি এনে সেটি দেখে পড়তে থাকেন তিনি। অভিনেতা বলেন, ওই অনুষ্ঠানে কিছুটা বেশিই বলেছি আমি। এসব বলা ঠিক হয়নি আমার।

জোভান অকপটে কথাগুলো বলার পরই পেছনে স্ত্রীর দিকে তাকান। স্ত্রী তার কথায় সম্মতি দিতেই দুইজনেই হাসতে থাকেন। এরপর আবার অভিনেতা বলেন, দুঃখিত, সেদিন আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলার জন্য আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আশা করি বউ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে মজা করে বলেন, আর তো বলার নেই কিছু। সবই তো বলেছি। এ সময় তার স্ত্রীও হাসতে থাকেন।

ইএইচ/ 

২০২৪ সালের ১২ জানুয়ারি সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন অভিনেতা জোভান।