images

বিনোদন

‘ও আমার মনের মানুষ', প্রিয়াঙ্কার সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ডন’-এ জুটি বেঁধেছিলেন তারা। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব নিয়ে বিটাউনে আলোচনার শেষ ছিল না। তবে এক সময় সেই ঘনিষ্ঠ বন্ধুত্বে ছন্দপতন ঘটে। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে হওয়া নানা নেতিবাচক আলোচনা এবং তাদের মধ্যকার দূরত্ব নিয়ে এক সময় অকপটে নিজের দুঃখপ্রকাশ করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

প্রিয়াঙ্কার প্রতি মুগ্ধতা ও বন্ধুত্বের শুরু

‘ডন’-এর সেটে শাহরুখের প্রতি নিজের মুগ্ধতার কথা কখনোই লুকিয়ে রাখেননি প্রিয়াঙ্কা। শাহরুখও তাকে তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে বিবেচনা করতেন। প্রিয়াঙ্কার ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকে পাশে থাকা শাহরুখ তাকে নিয়ে বলেছিলেন, “ও একটা ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে ওর সফর শুরু, তারপর আমার সঙ্গে কাজ। ক্যামেরার সামনে এবং পেছনে আমরা খুব ভালো কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি।”

1496139416-priyanka-and-shahrukh

অহেতুক গুঞ্জন ও শাহরুখের ক্ষোভ

একটা সময় প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা মুখরোচক গুঞ্জন ছড়াতে থাকে। এর ফলে তীব্র কটাক্ষের শিকার হতে হয় ‘দেশি গার্ল’কে। এই বিষয়টি মোটেও ভালোভাবে নেননি কিং খান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘সবচেয়ে খারাপ লাগে যখন আমার কোনো সহ-অভিনেত্রীর দিকে আঙুল তোলা হয়। আমি তাকে যেভাবে সম্মান করি, সমাজ তাকে সেভাবে করছে না। এটা সত্যিই অসম্মানজনক। আমি এর জন্য দুঃখিত, কারণ ও আমার বন্ধু।’

srk

সম্পর্ক নিয়ে বাদশার অকপট স্বীকারোক্তি

অহেতুক বিতর্কের কারণে সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়া নিয়ে আক্ষেপ ছিল শাহরুখের। প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়ে তিনি বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা চিরকাল আমার মনের খুব কাছাকাছি থাকবে। আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ও অন্যতম এবং আগামী দিনেও তাই থাকবে।’ বন্ধু হিসেবে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্বের জন্য শাহরুখ নিজেকে অপরাধী না ভাবলেও, বন্ধুর প্রতি হওয়া অন্যায়ের জন্য সবসময়ই ব্যথিত ছিলেন।

আরও পড়ুন: ৪০-এ পা দীপিকা পাড়ুকোনের: পর্দার বাইরের সাহসী এক নেত্রী

বর্তমানে প্রিয়াঙ্কা বলিউড ছেড়ে হলিউডে স্থায়ী হলেও, শাহরুখের সেই পুরোনো মন্তব্য আজও ভক্তদের মনে দুই তারকার অমলিন বন্ধুত্বের স্মৃতি মনে করিয়ে দেয়।

এজেড