বিনোদন প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে সুরের মূর্ছনা ছড়িয়ে প্রথম নজরে এসেছিলেন মাহতিম সাকিব। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। আপন কণ্ঠশক্তিতে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। দুই বাংলায় তার সমান চাহিদা।
এবার নতুন বছরের প্রথম দিন নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানের শিরোনাম ‘একটাই পরিচয়’। মাহতিমের সঙ্গে দ্বৈত গেয়েছেন ইমু। লিখেছেন এন আই বুলবুল। মো: তামিম ইসলামের সুরে এটির সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি।

নতুন গান প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘‘গানটি আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন। নতুন হলেও তিনি অনেক ভালো করেছেন। রোমান্টিক কথার এই গানটির সুর শ্রোতাদের মনে দাগ কাটবে আশা করছি। নতুন বছরে আমার ‘একটাই পরিচয়’ হোক সবার জন্য উপহার।’’
ইমু বলেন, ‘‘এটি আমার নতুন বছরে প্রথম মৌলিক গান। নিজের মৌলিক গান দিয়ে নতুন বছর শুরু করলাম। চলতি বছরে আরও কয়েকটি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসবো। মৌলিক গানেই নিজেকে পরিচিত করতে চাই।’’
গানটির ভিডিও পরিচালনা করেছেন খালেদ সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে আজ (বৃহাস্পতিবার) সন্ধ্যা সাতটায় প্রকাশ হবে।