বিনোদন ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
বেগম জিয়ার জানাজাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ বেগম জিয়ার জানাজায় অংশ নেন। জানাজা নামাজে এত মানুষের সমাগমকে তার জনপ্রিয়তাকে প্রমাণ করে উল্লেখ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
বুধবার নিজের ফেসবুকে নামাজে জানাজার ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়—এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।‘
এর আগে এক পোস্টে অভিনেতা ইরফান সাজ্জাদ লেখেন, ‘১৭ বছর ১৭টা বছর যে মানুষটা একা, নীরবে নিভৃতে অত্যাচার সহ্য করে গেছেন, আল্লাহ তাকে সম্মানিত করবেনই! আর আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন, হিসাব ছাড়া করেন! এত মানুষ! এত অগণিত মানুষ।’
এরপর তিনি যোগ করেন, ‘কয়জন সৌভাগ্যবান হয় এত সুন্দর জানাজার পৃথিবীতে এমনভাবে বাঁচেন যাতে আপনার মৃত্যু আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখে। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।’
এদিকে, গতকাল বুধবার জানাজার আগে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। তার কাছে কেউ কোনো ঋণ পেলে যোগাযোগ করতে বলেন। এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান।