images

বিনোদন

গলায় খাবার আটকে হার্ট অ্যাটাক করলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সাং-কি। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতার আকস্মিক অসুস্থতার খবরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওসেন ও স্পোর্টস ওয়ার্ল্ড জানায়, গত ৩০ ডিসেম্বর বিকেলে খাবার খাওয়ার সময় খাবারের একটি অংশ গলায় আটকে শ্বাসকষ্ট অনুভব করেন এবং একপর্যায়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  

অভিনেতা আন সাং-কি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাকে সিপিআর দেওয়া হয়েছিল। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, তবে এখনও বিস্তারিত প্রকাশ করেননি।

২০১৯ সালে আন সাং-কি জানিয়েছিলেন, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। দীর্ঘ সময় ধরে মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই করছেন।

কোরীয় চলচ্চিত্রে আন সাং-কিকে ‘ন্যাশনস অ্যাক্টর’ বা জাতীয় অভিনেতা বলা হয়। ১৯৫২ সালে জন্ম তার। মাত্র ৫ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমায় পা রাখেন। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য হাউজমেড’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর পড়েন।  

দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে প্রায় ২০০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮০ সালে ‘এ ফাইন, উইন্ডি ডে’ দিয়ে তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পান। এরপর ‘মান্দালা’, ‘টু কপস’ এবং সাম্প্রতিক সময়ের ‘দ্য ডিভাইন ফিউরি’র মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। 

ইএইচ/