images

বিনোদন

প্রেমিকের সামনেই অভিনেত্রীকে চুম্বন গায়কের! 

বিনোদন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

প্রেমিক বীর পাহাড়িয়ার সামনে প্রেমিকা ও অভিনেত্রী তারা সুতারিয়াকে চুমু খেয়েছেন পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর। বিষয়টি ভালোভাবে নেননি বীর। এমন গুঞ্জনে সয়লাব সামাজিক মাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে কিছু ভিডিও। যেখনে দেখা গেছে, তারা সুতারিয়ার হাত ধরে মঞ্চে আসেন এপি। খানিক দূরে দাঁড়িয়ে তারার প্রেমিক বীর পাহাড়িয়া। তার সামনেই তারার সঙ্গে মঞ্চে বারবার ঘনিষ্ঠ হন এপি। কখনও জড়িয়ে ধরলেন। কখনও চুমু খেলেন। 

ভিডিও দেখে বোঝা যায়, তা দেখে বিরক্ত বীর। শনিবার নাগাদ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে তোলপাড় চলছিল। যা দেখে নেটিজেনদের একাংশ বলেন, বীর নাকি প্রেমিকাকে এপির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। কারও দাবি, বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বীর, তা একেবারে স্পষ্ট। 

এদিকে বিষয়টি নিয়ে বীর মুখ না খুললেও সরব হয়েছেন বলিউড ঘেঁষা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওরি। তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, এপি ধিলোঁর সঙ্গে তারাকে মঞ্চে পারফর্ম করতে দেখে বীর পাহাড়িয়াকে হাসিমুখে তাঁকে উৎসাহ দিতে। তারার পারফর্মেন্স মুঠোফোন বন্দিও করতে বলেন ওরিকে।

নিজের ইনস্টাগ্রামে ওই ভিডিও প্রকাশ করেছেন ওরি। তারা ও বীর দুজনেই শেয়ার করেছেন সে ভিডিও।