বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে পথ চলছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গেল বছর ফের ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা ও কাজ চালাচ্ছেন সমান তালে। তার সঙ্গে ছায়া হয়ে আছেন স্বামী রকি জয়সওয়াল। এবার অভিনেত্রী অকপটে বললেন দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্ক নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী হিনা বলেছেন, ‘শারীরিক সম্পর্ক একটা সময় পর পেছনে চলে যায়। তার নেপথ্য থাকে হরমোনের পরিবর্তন, কাজের চাপ, বাড়ির সংসারের দায়িত্ব, স্বাস্থ্য। সব মিলিয়ে শারীরিক সম্পর্ক সব সময় প্রাধান্য পায় না। আর প্রচুর ঝড় পেরিয়ে যখন আপনি ১৩ বছর একটা সম্পর্কে কাটিয়ে দেন তখন শারীরিক সম্পর্কের থেকে মানসিক টানটাই বেশি অনুভব করি।’

শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তাকে অস্বীকারও করেননি হিনা। তিনি বলেন, ‘ভালোবাসা বহিঃপ্রকাশের যে ছোট ছোট জিনিসগুলো রকি করে সেটাই আমার জন্য যথেষ্ট।’
অসুস্থ হিনার যত্ন আত্তিতে ত্রুটি রাখেন না রকি। হিনার এক ভিডিওতে স্পষ্ট হয়েছে তা। হিনা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা গেছে, কাগজে হাতে লিখে ঘুমন্ত স্ত্রীকে ‘আই লভ ইউ’ লিখে কাজে বেরিয়েছেন রকি। হিনা জানান, প্রায়শই এমনটা করেন তার স্বামী।