images

বিনোদন

লিচুর বাগানে চাঁদ মামার লং ডিসট্যান্স লাভ কন্যা গুলবাহার!

বিনোদন প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

কয়েক ঘণ্টার দূরত্বে ২০২৬। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে চলুন চোখ রাখা যাক সংগীতাঙ্গনে। দেখে নেওয়া যাক বছর জুড়ে কোন গানগুলো মন জুড়িয়েছে শ্রোতাদের। 

konna25-2503161443

কন্যা

বছরের জনপ্রিয় গানের তালিকার শীর্ষে রয়েছে ‘কন্যা’। ‘জ্বিন-৩’ ছবির এ গানটিতে ছিল পহেলা বৈশাখের আবহ, রংয়ের ছড়াছড়ি। যাতে কোমর দোলান নুসরাত ফারিয়া-আব্দুন নূর সজল। রোজা ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর ভায়োলেন্স নির্ভর ট্রেলার টিজারের ভিড়ে দর্শক-শ্রোতাদের চোখে তৃপ্তি দেয় কন্যা। এনে দেয় উৎসবের আমেজ। রাতারাতি ছড়িয়ে যায় অন্তর্জালে। মুখে মুখে ফিরতে থাকে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। 

IMG

চাঁদ মামা

চলতি বছর সিনেমার আলোচিত গানের মধ্যে অন্যতম ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’। যেখানে নাচের ভেলকি দেখান টলিউড নায়িকা নুসরাত জাহান এবং ঢালিউডের শাকিব খান। কিং খানের উপস্থাপন ছিল ঝা চকচকে। গানটির কথা সুর ও সংগীত প্রীতম হাসানের। তার সঙ্গে গেয়েছেন দোলা রহমান। বরবাদের প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে গানটির দর্শক সংখ্যা যথাক্রমে ৮৪ ও ৭৭ মিলিয়ন। একই ছবির ‘মহামায়া’ গানটিও কুড়িয়েছে প্রশংসা। সোমেশ্বর অলির কথায় এ গানের সুর ও সংগীত খায়রুল ওয়াসির। কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল।

লিচুর বাগান

বছরের আলোচিত ছবি ‘তাণ্ডব’-এর ‘লিচুর বাগান’ গানটি ইউটিউবের ভিউয়ে ৪৭ মিলিয়নের ঘরে। ভিন্ন স্বাদের কথা ও সুর কোটি শ্রোতাকে মুগ্ধ করেছে। গানটির মূল কথা ও সুর নেত্রকোনার চারণকবি ছত্তার পাগলার। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, আলেয়া বেগম, মঙ্গল মিয়া। বছরের তুমুল আলোচিত গানগুলোর এটি। 

154831_so

নিয়ে যাবে কী, একটুখানি মন

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমার ‘নিয়ে যাবে কী’ ও ‘একটুখানি মন’ গান দুইটি অন্তর্জালে মুক্তির পর নেটিজেনদের নজর কাড়ে। আইটেম ঘরানার গানের রাজত্বে মেলোডি এ গান দুটি ভীষণ মুগ্ধতা ছড়ায়। ‘নিয়ে যাবে কী’ মেখে দেয় বিরহের হাহাকার। এ গানের মাধ্যমে কণ্ঠশিল্পী জেফার রহমান নিজেকে নতুন রূপে মেলে ধরেন। গানটির কথা বাঁধনের। সুর সংগীত জেফারের। 
পুরোপুরি রোমান্টিক ঘরানার ‘একটুখানি মন’ -এর কথা ও গায়কী ভীষণ প্রশংসা পায়। এটি যৌথভাবে গেয়েছেন মাশা ইসলাম ও তাহসান খান। উপন্যাসিক সাদাত হোসেনের কথায় গানটির সংগীত পরিচালক ছিলেন সাজিদ সরকার। 


গুলবাহার

সিনেমার গানের বাইরে তুমুল আলোচিত গানগুলোর মধ্যে অন্যতম ‘গুলবাহার’ গানটি। এতে উঠে এসেছে পুরান ঢাকার চিত্র। যেখানে গুলবাহারের সৌন্দর্যের বর্ণনা করেছে পাগল প্রেমিক। প্রকাশের মাস দেড়েক পর সাড়া ফেলে গানটি। গতানুগতিকের ভিড়ে ভিন্ন স্বাদ যুগিয়ে সামাজিক মাধ্যমের পাশাপাশি অলি-গলিতে করে রাজত্ব। গানটির কথা সুর ও কন্ঠ ঈশান মজুমদারের। ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’-এর পর ‘গুলবাহার’ দিয়ে নিজের শ্রোতাপ্রিয়তা ধরে রাখেন ঈশান। সংগীত পরিচালনার পাশাপাশি ঈশানের সঙ্গে গেয়েছেন শুভেন্দু দাস। 

কালাকালা

বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত আমেরিকা প্রবাসী গায়ক আজরিন কামালের ‘কালাকালা’ গানটি এ বছর ছড়িয়ে পড়ে। নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেক দিন ধরে গানের হাত ধরে হাঁটা আজরীনও জনপ্রিয়তা অর্জন করেন বাংলাদেশে। ‘কালাকালা’ র কথা সুর আজরীনের। 

কোক স্টুডিও বাংলা 

বাজি 

চলতি বছরের শেষ ভাগে এসে সম্পূর্ণ হয় ‘কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। যার শুরু হয় গীতিকবি হাশিম মাহমুদের ‘বাজি’ গানটি দিয়ে। এরসঙ্গে যোগ করা হয় জালাল উদ্দিন খাঁর আসমানে তোর ছায়া। ম্যাশাপটি অর্জন করে তুমুল জনপ্রিয়তা। সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দেন ইমন চৌধুরী। সঙ্গে ছিলেন হাশিম মাহমুদ। ক্যামেরার সামনেও দেখা গেছে হাশিমকে। যা জুগিয়েছিল বাড়তি উন্মাদনা। 

coke

লং ডিসট্যান্স লাভ

কোক স্টুডিও বাংলার পঞ্চম এ গানটি ছিল এ প্ল্যাটফর্মের অন্য গানগুলোর ব্যতিক্রম। সম্পূর্ণ মেলোডি নির্ভর এ গান শূন্যতার গল্প, অপেক্ষার নীরব ব্যথা দূরে থেকেও কাছাকাছি থাকার তিক্তমধুর অনুভূতি তুলে ধরে। প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ফুটে ওঠে। যাতে বুঁদ হয় শ্রোতারা। মিউজিক ভিডিওতে ছিল না চাকচিক্যের আধিক্য। গানের কথা লিখেছেন অংকন ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রাগাতা নাওহা। শুভেন্দু দাস শুভর সুরে গেয়েছেন অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন।

মহা যাদু

হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের গায়িকা মেহের নিগর রুস্তমের কণ্ঠে ‘মহা যাদু’ লুফে নেন সংগীতপ্রেমীরা। বাউল সাধক দুরবীন শাহ-এর শিষ্য, গীতিকবি খোয়াজ মিয়া’র কথার গানটি মন ভরায় 
শ্রোতাদের।  

মাস্ত কালান্দার

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিনে কোক স্টুডি বাংলায় প্রকাশ পায় কন্ঠশিল্পীর জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দার’। সেই সুর, কণ্ঠ, জোশ— কোথাও যেন একটুও ভাটা পড়েনি। এর আগে গানটির বিভিন্ন ভার্সনে যেভাবে নিজেই সব আলো চম্বুকের মতো টেনেছেন রুনা এখানেও ছিলেন তাই। 

আরআর/ইএইচ