images

বিনোদন

‘জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ায় খালেদা জিয়া আপসহীন নেত্রী’

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া মোটা দাগে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীদের সোশ্যাল হ্যান্ডেল ভারি হয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের হারানোর বেদনায়।

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে চিত্রনায়িকা শবনম বুবলী তার পোস্টে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

605202501_1429732371853656_7101728999028354230_n

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ছুঁয়েছে বেগম জিয়ার চলে যাওয়ার শোক। তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বেগম জিয়াকে নিয়ে নির্মাতা আশফাক নিপুনের ইংরেজিতে দেওয়া পোস্ট বাংলা করলে দাঁড়ায়, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। বিরোধীদের অমানবিক আচরণের মুখেও আপনি নিজেকে সমুন্নত রেখেছেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার কথায়, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ায় খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবেন।

606822693_3554912211317003_8449062447201530025_n

পূজা চেরি লিখেছেন, রেস্ট ইন পিস। এছাড়া শোকবইয়ে পরিণত হওয়া সামাজিক মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে। 

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভার কেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।