বিনোদন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
না ফেরার দেশে চলে গেছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আপোষহীন এ নেত্রী ছিলেন দেশের শিল্প সংস্কৃতি্র প্রতি অনুরাগী।
দেশের সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দিতে পরামর্শ দিয়েছিলেন জীবদ্দশায়। ২০১০ সালে জাতীয়তাবাদী সামাজিক সাস্কৃতিক সংস্থা (জাসাস) এর কমিটির উদ্দেশে নিজের কার্যালয়ে বসে পরামর্শটি দিয়েছিলেন বেগম জিয়া।
তিনি বলেছিলেন, ‘বিদেশি শিল্পীরা আমাদের দেশে আসবে, আমাদের শিল্পীরা বিদেশে যাবে, এভাবেই সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যেমে আমাদের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে সামনে এগিয়ে নিতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উৎখাতে সব আন্দোলনে অংশ নিতে হবে।’
আরও বলেছিলেন, ‘বিদেশী শিল্পীরা আমাদের দেশে আসবে। তবে আমাদের শিল্পীদেরও তাদের দেশে যেতে দিতে হবে। একতরফা নয়, সাংস্কৃতিক বিনিময়ের পথ উন্মুক্ত করতে হবে।’
ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বিএনপির তৎকালীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, চলচ্চিত্র অভিনেতা আশরাফউদ্দিন উজ্জ্বল, জাসাস সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।