images

বিনোদন

বেগম জিয়াকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: বাঁধন 

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

আজ ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় মৃত্যু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। শোকে মুহ্যমান দেশ। বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

সামাজিক মাধ্যমে তা প্রকাশ করেছেন বাঁধন। বেগম জিয়ার একটি ছবি শেয়ার করে নিজের ফেসবুকে শোকবার্তা দিয়েছেন বাঁধন। আপোষহীন এ নেত্রীকে নিয়ে লিখেছেন দুটি কথা। 

বাঁধনের কথায়, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার নেতৃত্ব, বছরের পর বছরের জনসেবা দেশের ওপর স্থায়ী ছাপ রেখেছে। তার মৃত্যুতে আমরা তার পরিবার এবং শোকাহত সকলের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাকে শান্তি দিন।’ 

বেগম জিয়াকে নিয়ে বাঁধন লেখেন, ‘তিনি অসাধারণ ও স্থিতিস্থাপক জীবন যাপন করেছেন। শত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি যেভাবে নিজেকে বয়ে নিয়েছেন তা সবাই মনে রাখবে। জাতি তাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’ 

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভার কেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।