images

বিনোদন

এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো: অপু বিশ্বাস 

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম

আজ ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় মৃত্যু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। শোকে মুহ্যমান দেশ। বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকেও।

সামাজিক মাধ্যমে তা প্রকাশ করেছেন অপু। একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা গেছে, রিকশায় বসে আছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম জিয়া।

ক্যাপশনে অপু লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

পোস্টের মন্তব্যের ঘরে অপুর অনুসারীরা প্রকাশ করেছেন শোক। একজন লিখেছেন, ‘ভালো একজন নেত্রী হারালাম।’ অন্য একজনের কথায়, ‘তার স্মৃতি স্থায়ীভাবে বিরাজমান থাকুক।’ 

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভার কেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।