images

বিনোদন

হঠাৎ দেবের পোশাকে বাংলাদেশের শিল্পীরা, কী কারণ? 

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

সময় বদলেছে, কিন্তু কিছু স্মৃতি কখনও পুরনো হয় না। ঠিক তেমনই, কলকাতার সুপারস্টার দেব অভিনীত সিনেমা ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর জনপ্রিয় গানের একটি দৃশ্য আবারও ফিরেছে আলোচনার কেন্দ্রে—এবার একেবারে নতুনভাবে।

সিনেমাটির টাইটেল গানে দেব যে সাদা ও লাল রঙের মিশেলে হুডি পরেছিলেন, প্রায় দেড় দশক পর তা যেন এসেছে নতুন করে।

জানা গেছে, দেবের জন্মদিনকে ঘিরে এবং বড় দিনের আমেজকে উস্কে দিতে ১৬ বছর পর সেই একই ডিজাইনের হুডি বাংলাদেশে নতুন করে রিক্রিয়েট করেছেন একজন ফ্যাশন প্রেমী, আর মুহূর্তেই তা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক। সোশ্যালে চোখ রাখলেই এটি দেখা যাচ্ছে। 

এই পোশাক পরে ছবি তুলতে দেখা গেছে বাংলাদেশের একাধিক অভিনয়শিল্পী, কনটেন্ট ক্রিয়েটরদেরকে। যাদের মধ্যে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সাঈদ জামান শাওন, তৌসিফ মাহবুব, ফররুখ আহমেদ রেহান, অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান, মাইশা, সাঞ্জুসহ আরও অনেকেই। তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে চোখে পড়ছে সেই পরিচিত লাল-সাদা পোশাকে ঝলক। সেসব ছবি আবার ভক্তরাও ব্যাপকভাবে শেয়ার করছেন বিভিন্ন ফ্যান গ্রুপ ও অনলাইন কমিউনিটিতে।

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এই ট্রেন্ড নজর কেড়েছে কলকাতার দেব-ভক্তদেরও। তারা ওই হুডি পরা ছবিগুলো নিয়ে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ গানের সঙ্গে মিলিয়ে রিলস বানিয়ে শেয়ার করছেন। 

পোশাকটি রিক্রিয়েট প্রসঙ্গে সেই ফ্যাশনপ্রেমী জানিয়েছেন, খুব পছন্দের একজন অভিনেতা দেব। তার 'পরাণ যায় জ্বলিয়া রে' ছবির এই পোশাকটি ভীষণ প্রিয়, তাই এটিকে নতুন করে বানিয়েছি। সেই অনুভূতিটা আমাদের শিল্পীরা উপলব্ধি করতে পেরেছেন, তাই তারাও সহযোগিতা করেছেন।