বিনোদন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
টাইটানিক খ্যাত অভিনেতত্রী কেট উইন্সলেট এক সাক্ষাৎকারে জীবনের অজানা কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন, অল্প বয়সী মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি।
ওই সাক্ষাৎকারে নিজের কৈশোরকাল নিয়ে অকপট ছিলেন কেট। বলেছিলেন অল্প বয়সী মেয়েদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর কথা। টিম ডিকিন্সের পডকাস্টে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
তিনি বলেছিলেন, ”আমি আজ এমন কিছু বলতে চাই, যেটা কখনও বলিনি। কৈশোরকালে, আমার জীবনের প্রথম কিছু নিবিড় মুহূর্ত আমি কাটিয়েছি মেয়েদের সঙ্গে। কয়েকটা ছেলেকেও চুমু খেয়েছিলাম। কিন্তু কোনো দিকেই আমার তেমন, অভিজ্ঞতা ছিল না। তবে জীবনের সেই পর্যায়ে আমি নিশ্চিতভাবেই কৌতূহলী ছিলাম। আমার মনে হয়, দুই নারীর মধ্যে যে গভীর সম্পর্ক হতে পারে তা আমি গভীরভাবে বুঝতে পেরেছিলাম। আমি সেই ঘূর্ণাবর্তে এতটাই দ্রুত জড়িয়ে পড়েছিলাম যে তা স্পষ্টতই আমাদের দু’জনের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছিল।”
কদিন আগে অন্য এক সাক্ষাৎকারে বলেছেন প্রাপ্তবয়স্ক জীবনের অপ্রকাশিত কথাও। জনপ্রিয় মার্কিন র্যাপার ও সংরাইটার এমিনেম তাকে নিজের নিতম্বের রোম কামিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেন কেট। সঙ্গে প্রত্যাখানের কথাও জানান।
বলেন, ”আমি এমন একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা কখনও কাউকেই বলিনি। এমিনেম আমাকে বলেছিল ওর নিতম্বের রোম কামিয়ে দিতে। আমার সঙ্গেই এই ধরনের জিনিস হতো। ও বলেছিল, আমার নিতম্বের রোমটা একটু কামিয়ে দেবে? আমি বলে দিয়েছিলাম, দুঃখিত। কিন্তু আমি ব্যক্তিগত সাজসজ্জা করে দিই না। আমি এটা করতে পারব না। এটা আমি করি না। এই ঘটনাটার কথা আমি এর আগে কাউকে বলিনি। এবার বললাম।”
১৯৯৪ সালে কেট অভিনীত ‘হেভেনলি ক্রিয়েচার্স’ নামের একটি ছবি মুক্তি পায়। সে সময় তিনি সদ্য কৈশোর পেরুনো এক তরুণী। এ কারণে ওই সিনেমাটির সঙ্গে নিজের কৈশোরের শেষ মেলাতে পারেন বলেও জানান কেট।