বিনোদন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
বছর শেষে এসে বিতর্ক পেয়ে বসেছে কোরীয় গায়ক এমসি মংকে। বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান হানড্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা চা গা-ওনের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন ডানা মেলেছে। ফাঁস হয়েছে কল রেকর্ড! এবার সেসব নিয়ে মুখ খুললেন মং।
একাধিক কোরীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, বিবাহিত নারী চা গা-ওনের সঙ্গে সম্পর্কে ছিলেন মং। চা গা-ওন তাঁকে নাকি একাধিকবার বড় অঙ্কের অর্থ ও বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। পাশাপাশি একান্ত কথোপকথনের রেকর্ডও ফাঁস হয়েছে।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন মং। যেসব সংবাদপত্র মংকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি কল রেকর্ড নিয়ে গায়কের বক্তব্য, এসব বার্তা এডিট করা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডটি বানানো।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছে চা গা-ওনের প্রতিষ্ঠান ওয়ান হানড্রেড। মংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। মংয়ের মতো দাবি করেছে, কল রেকর্ড এডিট করা।
এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের শিল্পী ও ব্যবস্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়ালে আমরা তা বরদাশত করব না। ভিত্তিহীন জল্পনা ও সমালোচনা থেকে বিরত থাকার জন্য আমরা জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।’
২০২৩ সালে মং ও চা গা একসঙ্গে গড়েছিলেন ওয়ান হানড্রেড। কিন্তু মাঝপথে সরে দাঁড়ান মং। তারপর থেকে একাই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন চা গা।