images

বিনোদন

শ্বাসকষ্টে ভোগা ঢালিউডের ‘ইনহেলার’ ছিলেন যে নির্মাতারা 

রাফিউজ্জামান রাফি

২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

আয়ু শেষের দিকে চলতি বছরের। কয়েক দিনের দূরত্বে নতুন বছর। প্রাপ্তি-অপ্রাপ্তির অংক মেলানোয় ব্যস্ত সবাই। ঢালিউডও চাপছে হিসাবের ক্যালকুলেটর। শ্বাসকষ্টে ভোগা ইন্ডাস্ট্রিকে ভালো রাখতে চলতি বছর ইনহেলারের ভূমিকা পালন করেছেন বেশ কয়েকজন নির্মাতা। তাদের নিয়ে ঢাকা মেইলের আয়োজন। 

hridoym_20250809_141548159

মেহেদী হাসান হৃদয় 

চলতি বছর ঢালিউডকে অক্সিজেন যোগানো পরিচালকদের একজন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ দিয়ে অভিষেকে অভাবনীয় সাফল্য পেয়েছেন। প্রথম নির্মাণ পেয়েছে ইন্ডাস্ট্রি হিটের তকমা। তুরুপের তাস শাকিবকে বেছে নিলেও সৃজনশীলতা কম দেখাননি হৃদয়। ট্রেন্ডি পোশাক, অর্নামেন্ট ও লুকে এমন শাকিবকে কেউ কখনও দেখেনি এর আগে। পাশাপাশি এত বড় আয়োজনের সিনেমা এই প্রথম ঢালিউডে। দুই বাংলার তারকা সমৃদ্ধ ছবিটির ডায়লগ, সিগনেচার স্টাইলও ভাইরাল হয়। এ সবই যেন হৃদয়ের মুন্সিয়ানার ফসল। সব মিলিয়ে ২০২৫-এ ঢালিউডের সফল পরিচালক বলা যায় হৃদয়কে।

utsb_20251106_141351150

তানিম নূর 

সংবাদ সম্মেলনে মুখোশধারী শিল্পী ও ট্রেলার দিয়ে নজর কাড়লেও ‘উৎসব’ যে কোরবানির উৎসব রাঙাবে কেউ ভাবেনি। তাই শুরুতে আলোচনায় ছিলেন না নির্মাতা তানিম নূর। অথচ মুক্তির পর ঈদুল আযহা যেন হয়ে পড়ে ‘উৎসব’ কেন্দ্রিক। নব্বই দশকের আবহ, জনপ্রিয় ব্যান্ডের শ্রোতাপ্রিয় গান আর দারুণ এক গল্প দিয়ে মন কেড়ে নেয় ছবিটি। অনেক দিন পর সপরিবারে হলে ফেরেন দর্শক। এর নেপথ্যে ছিলেন ছবির পরিচালক তানিম নুর। 

sabila_20250614_123949475

রায়হান রাফী 

প্রতি বছরের মতো এবারও আলোচনার টেবিলে ছিলেন রায়হান রাফী। নিজস্ব নিয়মমাফিক কোরবানি ঈদে ‘তাণ্ডব’ দিয়ে দর্শক টানেন। এবার কিছুটা হোঁচট খেতে হয় তাকে। টাটকা অবস্থায় পাইরেসি হওয়ায় ব্যবসায়িকভাবে কিছুটা থমকে যায় ‘তাণ্ডব’। ওটিটি মাধ্যমে আলোচনায় ছিলেন রাফী। তার ‘ব্ল্যাকমানি’ দিয়ে বছর শুরু করে ওটিটি প্ল্যাটফর্মের। ‘আমলানামা’ কুড়িয়েছে প্রশংসা।  

sabila_20250614_123949475

এম রাহিম 

রোজার ঈদে একাধিক ছবির হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিল ‘শানে’র নির্মাতা এম রাহিমের দ্বিতীয় সিনেমা ‘জংলি’। ব্যবসা দিয়ে যেমন পকেট ভরেছে তেমনই প্রশংসা দিয়ে ঝুলি ভরেছে রাহিমের এ নির্মাণ। লম্বা সময় মোড়কবন্দি থাকায় অনেকেই ছবির সাফল্য নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু মুক্তির পর চুম্বকের মতো দর্শক টানায় রাহিম উঠে আসেন বছরের আলোচিত ও সফল নির্মাতাদের তালিকায়। 

dagia_20250501_150122457_(1)

শিহাব শাহীন

এক দশক পর রোজার ঈদে নিজের দ্বিতীয় নির্মাণ আনেন শিহাব শাহীন। আফরান নিশোকে নিয়ে ফেরা এ পরিচালকের ‘দাগি’ দাগ কাটে দর্শকের মনে। দক্ষিণী স্বাদযুক্ত সিনেমার ভিড়ে দেশি ছবির নিখাদ ঘ্রাণ ছড়িয়েছে ‘দাগি’। গানগুলোও একাধিকবার আউড়েছে দর্শক-শ্রোতা। সিনেমার হলের পর ওটিটি মাধ্যমেও মুগ্ধতা ছড়িয়েছে ‘দাগি’। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘তোমার জন্য মন’ ওয়েব কনটেন্ট দিয়ে বড়পর্দার পাশাপাশি ওটিটি মাধ্যমেও সরব ছিলেন শিহাব শাহীন। 

g_20250312_172110577_20250521_102108583_(1)

শরাফ আহমেদ জীবন 

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘চক্কর’ দিয়ে চলতি বছর দর্শককে চক্করে ফেলেন শরাফ আহমেদ জীবন। রোজার ঈদের আলোচিত ছবিগুলোর মধ্যে এটি একটি। মৌলিক গল্প, প্রশংসনীয় মেকিং আর অভিনয়শিল্পীদের সেরা অভিনয়ের কারণে প্রশংসা অর্জন জীবনের নির্মাণ। ওটিটি মাধ্যমেও দারুণ মুগ্ধতা ছড়িয়েছে সিনেমাটি। বছর শেষে ওটিটি মাধ্যমে মুক্তি পায় জীবনের ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’। 

es-mrdr

সানি সানোয়ার

কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে গুণে ও মানে প্রশংসার ঝুলি ভরে ‘এশা মার্ডার কর্মফল’। নিখুঁত নির্মাণের কারণে পরিচালক হিসেবে আলোচনার টেবিলে আসে সানি সানোয়ারের নাম। 

delu_20251119_155226025

তাওকীর ইসলাম 

প্রথম ওয়েব সিরিজ শাটিকাপ দিয়ে ওটিটি মাধ্যম নেড়েচেড়ে দিয়েছিলেন তাওকীর ইসলাম। চলতি বছরের শেষে প্রথম সিনেমা ‘দেলুপি’ দিয়ে আলোচনায় আসেন তিনি। ঈদ কেন্দ্রিক ঢালিউডে সাদামাটা সময় দর্শক সিনেমা হলের প্রতি টান অনুভব না করলেও ‘দেলুপির ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। ছবিটির কারণে হলমুখী হয়েছে একটি অংশ। বেরিয়ে করছে প্রশংসা। খুলনার স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মিত সিনেমাটির গল্প মেকিং সব মনে ধরেছে দর্শকের। সামাজিক মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে প্রশংসা চোখে পড়েছে ‘দেলুপি’র নামে।

আরআর