images

বিনোদন

এইচআইভি পজিটিভ সালমান! চরিত্রটির জন্য কত নিয়েছিলেন পারিশ্রমিক? 

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

সালমান খানের স্টারডমের কাছে ফিকে হয়ে যান বলিউডের অনেকে। তবে গল্পের প্রয়োজনে অনেক সময় নিজেই ঝেড়ে ফেলেন সে স্টারডম। ক্যামেরার সামনে দাঁড়ান চরিত্রাভিনেতা হিসেবে। এইচআইভি পজিটিভ বয়ে বেড়ানো এক তরুণের চরিত্রেও দেখা গিয়েছিল তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রত্যিবেদনে বলা হয়েছে, ‘ফির মিলেঙ্গে’ ছবিতে এইচআইভি পজ়িটিভ এক যবুকের চরিত্রে অভিনয় করেছিলেন ‘ভাইজান’। সে ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন এক মাত্র কোটি রুপি। সম্প্রতি বিষয়টি জানিয়েছেন ছবির প্রযোজক শৈলেন্দ্র সিংহ। 

প্রযোজকের কথায়, ‘‘সালমান যেখানে বলিউডের ‘সুপারম্যান’। ওই সময় দাঁড়িয়ে এমন একটা চরিত্র করতে রাজি হয়েছিলেন তিনি যেখানে ক্লাইম্যাক্সে নায়কের মৃত্যু হয়। সাধারণ নায়কেরা শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রেম জুড়ে থাকতে চান। কিন্তু সালমান যুবসমাজের জন্য এমন একটা ছবি করেন, যেটা তখন কেউ ভাবতেই পারত না।’’

‘ফির মিলেঙ্গে’ মুক্তি পায় ২০০৪ সালে। এতে সালমান ছাড়াও অভিনয় করেন শিল্পা শেঠি, অভিষেক বচ্চন প্রমুখ। ছবিটি পরিচালনা করেন রেবতী। ব্যবসায়িকভাবে সুবিধা করতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।