বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তার। কিন্তু শনিবার সন্ধ্যার কিছুসময় পর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন। জারার পদত্যাগের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পদত্যাগ এবং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইস্যুতে সোশ্যাল মিডিয়া এক পোস্টে জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘ঢাকা-৯ আসনে আপনি আসেন বা বাংলাদেশের যে আসনেই আপনি আসেন না কেন, আমরা আপনাকে সংসদে চাই। সংসদে কিছু মানুষ আমরা চাই, যারা নিজের বা নিজের দলের রাজনীতির বাইরে গিয়েও মানুষের জন্য, মানুষের অধিকার, ন্যায্য হিস্যা এবং ইনসাফ আদায়ের জন্য লড়াই জারি রাখবে।’
তাসরিফ যোগ করেন, ‘রাজনীতির মারপ্যাঁচ আমি বুঝি না। বুঝতে চাইও না। আমি বাংলাদেশ বুঝি আর বাংলাদেশের ভালোর জন্য যে বা যারা কাজ করবে তাদের জন্য আমি রাস্তায় নেমে কামলা খাটতে রাজি আছি। সেটা তাসনিম জারা হোক, তারেক রহমান হোক, আন্দালিব রহমান পার্থ হোক, নাহিদ, হাসনাত, আসিফ হোক কিংবা জামায়াতের যে কেউ হোক।’
তিনি আরও লেখেন, ‘বিশ্বাস করেন, বাংলাদেশের ভালোর জন্য যে বা যারা কাজ করবে আমরা গোটা তরুণ সমাজ তাঁদের পাশে থেকে সাহায্য করব ইনশাল্লাহ।’
সবশেষে সদ্য হত্যা শিকার শহীদ শরীফ ওসমান হাদীর বিচারে সরব থাকার অনুরোধ জানিয়ে তাসরিফ লিখেছেন, ‘একটাই অনুরোধ আপনাদের কাছে, হাদী হত্যার বিচার আদায়ের জন্য আল্লাহর ওয়াস্তে সরব থাকবেন। হাদী মানুষটা আমাদের আপামর জনতার অধিকার, হিস্যা আর ইনসাফ আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছিল। অন্তত তার মৃত্যুর পরে হলেও যেন সে ইনসাফটা পায় সেটা নিশ্চিত করার লড়াই আমরা করে যাবো ইনশাল্লাহ।’
ইএইচ/