images

বিনোদন

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বড় ভুল ছিল রাজনৈতিক দল গঠন করা’

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। দলটির প্রথম সারির নেতার পদত্যাগের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 

জারার পদত্যাগ ইস্যুতে সামাজিক মাধ্যমে এক পোস্টে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সব চাইতে বড় ভুল ছিল রাজনৈতিক দল গঠন করা। অরাজনৈতিক সংগঠন হিসেবে তারা সব শ্রেণির মানুষের সহযোগিতা পেত। পুরো দেশের সম্ভাবনাময় একটি সংগঠনের মৃত্যু ঘটল।’

নির্মাতার এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। মামুনের পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সহমত ওঁদেরকে বলেছিল এমনটা যেন না করা হয়। কিন্তু ওরা একেকজন মাস্টারমাইন্ড হতে গিয়ে নিজেদের ক্ষতি নিশ্চিত তো করছে, সঙ্গে জুলাইয়ের এত বড় বিদ্রোহ কে ধ্বংস করে দিয়েছে।’

চিত্রনাট্যকার হিসেবে ক্যারিয়ারের শুরু করলেও ২০১২ সালে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অনন্য মামুন। ২০২৪ শাকিব খানের ‘দরদ’ সিনেমা নির্মাণ করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি। 

ইএইচ/