images

বিনোদন

গাড়ি চাপা দিয়ে পথচারীকে হত্যা, গ্রেফতার টিকটকার

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

গাড়ি চালানো অবস্থায় টিকটকে লাইভ করতে গিয়ে এক পথচারীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক তারকা টাইনেশা ম্যাককার্টি। যিনি ‘টি টাইম’ নামে পরিচিত। গত ২৩ ডিসেম্বর শিকাগো থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।   

গত ৩ নভেম্বর ইলিনয় অঙ্গরাজ্যের জায়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টিকটকে লাইভ ভিডিওতে দেখা যায়, টাইনেশা রাস্তার দিকে খেয়াল না করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে ড্যারেন লুকাস নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় টাইনেশার গাড়ির নিচে চাপা পড়েন।  

পথচারীকে হত্যার পর ‘ওহ খোদা! আমি একজনকে আঘাত করে ফেলেছি’ বলে চিৎকার করে শোনা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র জনরোষের মুখে পড়েন জনপ্রিয় এই টিকটকার। 

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, টাইনেশা ট্রাফিক আইন অমান্য করেছিলেন এবং ভিডিও করার কারণে রাস্তার দিকে মনোযোগ ছিল না। দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালত চার্জশিট দাখিল করেছে আমেরিকা পুলিশ। 

জানা গেছে, পথচারী ড্যারেন লুকাসের মৃত্যুর মাত্র কয়েকদিন পর তিনি আবারও লাইভে আসেন এবং নিজের জন্য অর্থ সাহায্য চান। যা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা ঝড় ওঠে। 

এদিকে টাইনেশাকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছে লুকাসের পরিবার। তার জামাতা ক্রিস কিং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘আমরা খুশি যে শেষ পর্যন্ত ন্যায়বিচারের চাকা ঘুরতে শুরু করেছে।’

ইএইচ/