বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
আজ ২৭ ডিসেম্বর সিনিয়র সিটিজেনের ঘরে পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খান। কেননা এদিন ৬০ তম জন্মদিন অভিনেতার। মধ্যরাতে দাবাং স্টাইলে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন টাইগার। চলুন জেনে নেওয়া যাক, এ তারকার মোট সম্পত্তির পরিমাণ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২৯০০ কোটি রুপি সম্পদের মালিক সালমান। এরমধ্যে রয়েছে, বাড়ি, গাড়ি, ফার্মহাউজসহ আরও কত কী। জেনে নেওয়া যাক সে সম্পর্কে।
_20250904_152842326_20251227_134029108.jpg)
সালমানের আয়ের প্রধান উৎস অভিনয়। সিনেমা প্রতি ১০০-১৫০ কোটি রুপি নেন তিনি। পাশাপাশি বিভিন্ন শো উপস্থাপনা করেন। তার উপস্থাপনায় জনপ্রিয় শো বিগ বস। এখান থেকে মোটা অংকের অর্থ নেন তিনি। নিজের আয়কৃত অর্থ একা ভোগ করেন না ভাইজান। ‘বিইং হিউম্যান’নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে তার। যার মাধ্যমে মানুষের সেবা করেন তিনি।
সালমানের সবচেয়ে মূল্যবান সম্পদ তার বাসভবন গ্যালাক্সী। মুম্বাইয়ের বান্দ্রার এ বাড়িতে পরিবারসহ থাকেন ভাইজান। বাড়িটির জানলায় বুলেটপ্রুফ কাচ। একতলায় থাকেন সালমান। দোতলায় বাবা-মা। বিলাসবহুল এ বাড়ির মূল্য প্রায় শত কোটি।
এছাড়াও রয়েছে সালমানের আলোচিত ফার্মহাউজ। বোনের নামে এটির নাম রেখেছেন অর্পিতা ফার্মহাউজ। ১৫০ একর জমিতে তৈরি খামারবাড়িতে পশুখামার, সুইমিং পুল ও চাষের জমিও রয়েছে। এর মূল্য প্রায় ৮০ কোটি।

মুম্বাই সমুদ্রসৈকতের কাছে বাংলো এবং ৩ কোটির একটি ইয়ট রয়েছে সালমানের। বাংলোটিতে পাঁচ-ছয়টি শোয়ার ঘর। আছে জিম, সুইমিং পুল, থিয়েটার এবং আরও অনেক রকম সুযোগ-সুবিধা।
এর বাইরে মুম্বাইয়ের কার্টার রোডে এবং ওরলিতে দুটি বাড়ি আছে সালমানের। পাশাপাশি অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ়-এর মতো দামি সংস্থার গাড়িও রয়েছে সুলতানের গ্যারেজে।