বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
কদিন আগে পশ্চিমবঙ্গের এক কনসার্টে গাইতে গিয়ে হেনস্তার শিকার হন সেখানকার জনপ্রিয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এবার গায়িকা মধুবন্তী মুখোপাধ্যায়ের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার খবর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গেল ২১ ডিসেম্বর নদীয়ার মাজদিয়া কৃষ্ণগঞ্জে ঘটেছে ঘটনাটি। সেখানে লালন উৎসবে লোক সংগীত পরিবেশন করতে গিয়ে অপ্রত্যাশিত আচরণের শিকার হন গায়িকা। তোমরা কুঞ্জ সাজাও গো, গানটি গাওয়ার পর হঠাৎ আক্রমণের শিকার হন তিনি। গান শেষ হতেই দর্শক আসন থেকে এক ব্যক্তি স্টেজে উঠে এসে গায়িকার হাত থেকে কেড়ে নেন মাইক্রোফোন।
ওই ব্যক্তি বলেন, কোনো জাতপাতের গান গাওয়া যাবে না। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে এগিয়ে আসে আয়োজক কর্তৃপক্ষ। বাধাদানকারী ব্যক্তিকে অনুষ্ঠান থেকে বের করে দেন তারা। সে সময় মাইকে ঘোষণা করা হয়, সংগীতশিল্পী যে গান গাইবেন সেটাই শুনতে হবে, যদি শুনতে না ইচ্ছা করে তাহলে তিনি বেরিয়ে যেতে পারেন।
এমন ঘটনায় বেশ অবাক মধুবন্তী। সামাজিক মাধ্যমে জানিয়েছেন তা। সঙ্গে বর্ণনা করেছেন ঘটনা। সবাইকে সতর্ক করার পাশাপাশি প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে ‘জাগো মা’ গানটি গাইতে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হতে হয় লগ্নজিতা চক্রবর্তীকে। রেশ না কাটতেই তালিকায় নাম মধুবন্তীর।