images

বিনোদন

দিপু হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ হত্যাকাণ্ডকে অমানবিক সহিংসতা বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।  

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন,‘বাংলাদেশে যা ঘটছে তা বর্বরোচিত। এটি একটি হত্যাকাণ্ড এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি তার অমানবিক প্রকাশ্য গণপিটুনি সম্পর্কে না জানেন, তবে এটি সম্পর্কে পড়ুন, ভিডিওগুলো দেখুন, প্রশ্ন তুলুন। এবং এই সবকিছুর পরেও যদি আপনার মনে কোনো ক্ষোভের সৃষ্টি না হয়, তবে ঠিক এই ধরনের ভণ্ডামিই আমাদের অজান্তেই আমাদের ধ্বংস করে দেবে।’

তিনি আরও লেখেন, ‘সাম্প্রদায়িকতা এবং চরমপন্থা যে কোনো রূপেই হোক না কেন—আমরা তার শিকার হই। আমাদের মনুষ্যত্ব ভুলে যাওয়ার আগেই এর প্রতিবাদ এবং নিন্দা জানানো উচিত। আমরা দাবার এমন সব ঘুঁটি যারা বিশ্বাস করি যে আমরা একটি অদৃশ্য রেখার দুই পাশে বাস করছি। এটি উপলব্ধি করুন।’  

জাহ্নবী মনে করেন সাম্প্রদায়িকতা নির্মূলে প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা। অভিনেত্রী কথায়, ‘নিজেকে সঠিক জ্ঞানে সমৃদ্ধ করুন যাতে আপনি নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে পারেন।’

উল্লেখ্য, ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দিপু চন্দ্র দাস, যার বয়স ২৮ বছরের কাছাকাছি। তাকে ১৮ ডিসেম্বর রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে রাত ৯টার দিকে ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে।