images

বিনোদন

তারেক রহমানে কথা পরীমণির শিরদাঁড়ায় এসে বিঁধেছে

বিনোদন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে ঢাকার ৩০০ ফিট সড়কে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মভূমিতে ফিরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনও উচ্ছ্বসিত। 

সেই আবেগ-অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা। তারেক রহমানের ভাষণের পর এক স্ট্যাটাসে অভিনেত্রী পরীমণি লিখেছেন, “আজ এ দেশের মানুষ চায়…’, যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’

অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘এই কথাটুকুই যেন বুকের গভীরে গিয়ে দাঁড়ায়। কিছু কথা শোনা যায় না, শুধু অনুভব করা যায়। সেই অনুভব থেকেই জন্ম নেয় আশা, ঐক্য আর শান্তির আকাঙ্ক্ষা। দেশের আকাশে শান্তি নামুক। মানুষের জীবনে আসুক স্থিরতা— এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে?’ অনুরাগীর মন্তব্যের লাল হার্ট দিয়ে সহমত জানিয়েছেন পরীমণি।  

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। 

ইএইচ/