images

বিনোদন

সেরা কন্টেন্ট ও রেকর্ড ভাঙা সাফল্যে দর্শকদের প্রথম পছন্দ বঙ্গ!

বিনোদন ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ২০২৫ সালে কন্টেন্টের বৈচিত্র্য ও জনপ্রিয়তায় এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। বছরজুড়ে একের পর এক ব্লকবাস্টার রিলিজ, অরিজিনাল সিরিজ, লাইভ স্পোর্টস এবং কন্টেন্ট দিয়ে দর্শকদের বিনোদনের এক অপরিহার্য গন্তব্যে পরিণত হয়েছে বঙ্গ।

সাফল্যের শীর্ষে থাকা কিছু কন্টেন্ট:

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাজল আরেফিন অমি পরিচালিত মেগা-হিট ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ লোকাল ওটিটি কন্টেন্টের অতীতের সকল পারফর্মেন্স রেকর্ড ভেঙে দিয়েছে। হাস্যরস ও আবেগের মিশেলে তৈরি এই সিজনটি দর্শকদের আকাশছোঁয়া প্রত্যাশাও পূরণ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, এই বছরেই অমির পরিচালনায় মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ থেকেই দর্শক প্রথম ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ফিরে আসার ইঙ্গিত পেয়েছিলেন। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই ফিল্মটিও মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে, যা ওটিটিতে রোমান্টিক কনটেন্টের জনপ্রিয়তাকে আবারও নতুন করে প্রমাণ করেছে।

ফ্যামিলি ফিউড বাংলাদেশ
বাংলাদেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বঙ্গ প্রযোজিত আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। জনপ্রিয় তারকা তাহসান খানের অনবদ্য উপস্থাপনায় শো-টি শুধু টেলিভিশনের টিআরপি-তেই (TRP) নয়, বরং ওটিটি এবং সোশ্যাল মিডিয়াসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে। দর্শক এনগেজমেন্ট এবং ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে দেওয়া এই শো-টির অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায়, আরও বড় পরিসরে শিগগিরই আসছে এর দ্বিতীয় সিজন।

ইংলিশ প্রিমিয়ার লিগ-লাইভ স্ট্রিমিং
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গ, মাইকোর সাথে যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) লাইভ স্ট্রিমিং নিয়ে এসেছে। এর ফলে সারা দেশের ফুটবলপ্রেমীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের প্রিয় সব ম্যাচ সরাসরি উপভোগ করার একটি স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছেন।

ব্ল্যাক মানি
বছরের শুরুতেই রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ ওটিটি জগতে ঝড় তুলেছিল। এর টানটান উত্তেজনা ও দুর্দান্ত নির্মাণশৈলী দর্শকদের বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

মির্জা
মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’ মুক্তির পরপরই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। একজন ডিটেকটিভ হিসেবে মোশাররফ করিমের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে এবং বোদ্ধা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ক্রাইম থ্রিলারের জয়জয়কার!!
২০২৫ সাল ছিল ক্রাইম থ্রিলার জনরার জন্য এক সুবর্ণ সময়। ‘ফ্যাকড়া’, ‘কানাগলি’ এবং ‘গিরগিটি’-র মতো শ্বাসরুদ্ধকর ওয়েব সিরিজগুলো তাদের নিজস্ব মেধা ও গল্পের জোরে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে।

ফিকশন ও নন-ফিকশনের নতুন দিগন্ত
ফিকশনের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির নন-ফিকশন কন্টেন্ট নিয়মিত রিলিজের মাধ্যমে বঙ্গ তার আয়োজনে এনেছে ভিন্নমাত্রা। এই বছরে রিলিজ পাওয়া নাটকগুলোর মধ্যে ‘দ্য চেয়ার’, ‘শর্টকাট’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এছাড়া ‘গেম টাইম’, ‘ইপিএল পালস’-এর মতো ভিন্ন ফরম্যাটের ইন-হাউজ শোগুলো ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।

পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র
সিনেমার দর্শকদের জন্য বঙ্গ নিয়ে এসেছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’, যা সব শ্রেণির দর্শককে মুগ্ধ করেছে। এছাড়াও ‘অন্তর্জাল’ এবং ‘ফেরেশতে’-র মতো সিনেমাগুলো মুভিপ্রেমীদের প্রত্যাশা পূরণ করেছে।

হলিউড ব্লকবাস্টার
বঙ্গ কন্টেন্ট লাইব্রেরিতে বৈচিত্র্য আনতে ২০২৫ সালে মুক্তি দেওয়া হয়েছে বিশ্ববিখ্যাত সব হলিউড সিনেমা। বক্স অফিস কাঁপানো ‘ভেনম’, ‘স্পাইডার-ম্যান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিসহ আরও অনেক সিনেমা এখন এক প্ল্যাটফর্মেই উপভোগ্য।

ডাবিং কন্টেন্টের বিপুল সমাহার!
দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সাউথ ইন্ডিয়ান মুভি, চাইনিজ-কোরিয়ান এবং অ্যারাবিক সিরিজ এবং হিন্দি ওয়েব সিরিজের বিশাল এক বাংলা ডাবিং কালেকশন রিলিজ করেছে বঙ্গ। এর মধ্যে ‘মাস্তি’, ‘লাভ এঞ্জেলস’-এর মতো টাইটেলগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।