images

বিনোদন

কলকাতার ওয়েব সিরিজকে ‘অখাদ্য’ বললেন তসলিমা নাসরিন 

বিনোদন ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

সামাজিক মাধ্যমে নিয়মিত বিতর্কিত লেখিক তসলিমা নাসরিন। রাজনীতি থেকে শুরু করে বিনোদন সর্বত্র মত প্রকাশ করেন। এবার কলকাতার ওয়েব সিরিজকে অখাদ্য বললেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘কর্মা কোর্মা’। হইচইয়ের সাবস্ক্রিপশন থাকায় দেখতে বসেছিলেন। কিন্তু মন ভরেনি তার। সিরিজটি অখাদ্য বলে দাবি করেছেন।

e3307b5f-bd4c-4ebd-b9ba-36a7f1c38b75

নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে তসলিমা লেখেন, ‘হইচই নিয়েছিলাম অপর্ণা সেন আর অঞ্জন দত্তের এই রাত তোমার আমার দেখার জন্য। দেখার পর হইচইকে বিদায় করা হয়নি। নীরবে পড়ে ছিল। অনেকদিন পর আবার হইচই ব্যবহৃত হলো পুতুলনাচের ইতিকথা দেখার জন্য। ইতিকথা শেষ করার পর দেখি ঋত্বিক চক্রবর্তী উঁকি দিচ্ছেন। বাংলা সিরিজ থেকে উঁকি। বাংলা সিরিজ দেখার অভিজ্ঞতা আমার নেই। ঋত্বিক চক্রবর্তী আমার প্রিয় অভিনেতা বলে সিরিজটি দেখে ফেললাম।’

কিন্তু প্রিয় অভিনেতা মন ভরাতে পারেননি লেখকের। উল্টো তুলেছেন বিষিয়ে। তসলিমার কথায়, ‘সিরিজের নাম কোর্মা। প্রথম পর্ব দেখে আমি তো ভীষণই বিরক্ত। এত আজগুবি গল্পে কী করে ঋত্বিক অভিনয় করতে রাজি হলেন! বাঙালিরাই বা এত নিম্নমানের সিনেমা সিরিজ কবে থেকে বানাচ্ছেন! এক এক করে কোর্মা, বিরিয়ানি, রেজালা, নিহারি, ইত্যাদি আমাদের খাওয়ালেন পরিচালক প্রতিম ডি গুপ্ত।’

karma-korma

বেশ রসিয়ে লেখক লেখেন, ‘অখাদ্য অখাদ্য অখাদ্য। কোনোটাই মুখে নেওয়া গেল না। তেলের সঙ্গে মশলা মেশেনি, চাল ফোটেনি, মাংস সেদ্ধ হয়নি। সবই কাঁচা কাঁচা কাঁচা। এত কাঁচা হাতে সিনেমা বা সিরিজ বানানোয় হাত দেওয়াই তো উচিত নয়। বাংলা সংস্কৃতিকে সুস্বাদু করতে হলে পাকা হাতে সংস্কৃতি রান্না করুন।’

তসলিমার ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকে। কেউ তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ ঋত্বিককে প্রিয় অভিনেতা বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি ঋত্বিক বা সিরিজটি সংশ্লিষ্ট কাউকে।