images

বিনোদন

আনকাট সেন্সর সার্টিফিকেট পেল ‘মানুষটিকে দেখ’

বিনোদন প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে হুমায়ূন ফরিদ প্রযোজিত ও গাজী রাকায়েত পরিচালিত চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ’। গত সপ্তাহে সিনেমাটিকে আনুষ্ঠানিকভাবে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রযোজক হুমায়ূন ফরিদ।

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) অর্থায়নে নির্মিত এ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। ইংরেজি চিত্রনাট্যটি বাংলায় অনুবাদ করেছেন প্রযোজক হুমায়ূন ফরিদ। সিনেমাটির অনুদিত চিত্রনাট্য সম্পাদনা ও সংলাপ যৌথভাবে লিখেছেন পরিচালক গাজী রাকায়েত ও হুমায়ূন ফরিদ।

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশিদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা, মৃণাল দত্ত, আনন্দ খালেদ, তাহমিনা মোনা, আদনান বাঙালী, মিজানুর রহমান, নমিতা দাস, মীর বরকত, অনিক খানসহ আরও অনেকে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন মহাত্মা ভ্যালেরি আন টেইলরও।

see_2

প্রযোজক হুমায়ুন ফরিদ জানান, সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মিত ‘মানুষটিকে দেখ’।

চিত্রনাট্যকার এলসপেথ ওয়েলডির বিশ্বাস এই সিনেমা বাস্তব পরিবর্তনের কার্যকর হাতিয়ার হতে পারে এবং গণসচেতনতা সৃষ্টি করতে পারবে।

সিনেমাটি নির্মাণে সিআরপি’র সহযোগিতা প্রসঙ্গে প্রযোজক হুমায়ূন ফরিদ বলেন, দুই বছরের নির্মাণযাত্রায় এলসপেথ ওয়েলডি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাকশন টিমকে গাইড করেছেন। পাশাপাশি মহাত্মা ভ্যালেরি এ. টেইলর ছিলেন প্রযোজক ও পরিচালকের জন্য ছায়ার মতো। সিআরপি’র নির্বাহী পরিচালক সোহরাব, এইচআর ম্যানেজার আবেদা এবং নলেজ ম্যানেজমেন্ট ম্যানেজার নুসরাতসহ পুরো ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সিনেমাটি মুক্তির বিষয়ে হুমায়ূন জানান, সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এখন যথাযথ মার্কেটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুক্তির সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের রোজার ঈদ বা ফেব্রুয়ারির ভালোবাসা দিবস বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিআরপি।