images

বিনোদন

ধরাছোঁয়ার বাইরে শাকিব, আলোচনার টেবিলে আরও যারা 

রাফিউজ্জামান রাফি

২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

ছাব্বিশ আসি আসি করতেই পঁচিশ নিয়ে পর্যালোচনা শুরু। বাতাস লেগেছে ঢালিউডেও। ২০২৫ কালের গর্ভে হারানোর আগে আগে চলুন দেখে নেই বছর জুড়ে কোন অভিনেতারা ছিলেন আলোচনার টেবিলে। 

Borbad_20250416_163427001_(1)

শাকিব খান 

এবারও ঢালিউডের তুরুপের তাস ছিলেন শাকিব খান। তার তেজের সামনে দাঁড়াতে পারেনি কেউ। রোজার ঈদে ‘বরবাদ’ দিয়ে ছিলেন প্রতিযোগীদের কাছে বামন হয়ে আকাশের চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখার মতো। পরপর তিনবার ইন্ডাস্ট্রি হিটের রেকর্ড নিজের ঝুলিতে রাখেন। সে আমেজ থাকতেই ‘তাণ্ডব’ দিয়ে আলোচনায় আসেন। পাইরেসির কবলে পড়লেও তার টানে হলে ভিড় ছিল দর্শকের। এছাড়া নতুন সিনেমার খবর, পণ্যের প্রমোশনসহ বছরজুড়ে বিভিন্ন কারণে আলোচনার টেবিলে রাজকীয় আসনটি ছিল কিং খানের। 

jahid_hasan_1_20250303_144139406

জাহিদ হাসান

ক্যারিয়ারের চুম্বক সময় পার করেছেন জাহিদ হাসান। জনপ্রিয়তা যা তার সবটাই ছোটপর্দা কেন্দ্রিক। একাধিক সিনেমায় মুখ দেখালেও চলতি বছর তিনি পান জীবনের প্রথম তুমুল ব্যবসাসফল সিনেমার দেখা। ‘উৎসবে’র প্রেস ব্রিফিংয়ে এসে নিজেও কথাটি বলেছিলেন। সিনেমাটির অক্সিজেন ছিলেন তিনি। তার অতি জীবন্ত অভিনয়ে প্রাণ পেয়েছে গল্প। ‘খাইস্টা জাহাঙ্গীর’ হয়ে চলতি বছর সফলতা নামক ঘুড়ির নাটাই নিজের হাতে রেখেছিলেন জাহিদ হাসান।

dagia_20250501_150122457

আফরান নিশো

‘সুড়ঙ্গে’র পর দুই বছর বড় পর্দায় না পেয়ে ছটফট করছিলেন নিশো ভক্তরা। রোজার ঈদে ‘দাগি’ দিয়ে দাগ কেটে সুদে আসলে পুষিয়ে দেন অভিনেতা। একইসঙ্গে হিরোইজম ও ক্যারেক্টার আর্টিস্ট সত্তার দারুণ ব্যবহার করেছেন। সে রূপ দেখতে ভক্তরা দৌড়েছেন হলে। ‘দাগি’র পর ভিকি জাহেদের ‘আঁকা’ দিয়ে ওটিটি মাধ্যমে দাপট দেখিয়েছেন। বছর শেষে নতুন ছবির খবর দিয়ে নিজেকে হারিয়ে যেতে দেননি দর্শকের মগজ থেকে। 

siam_20250417_132813228

সিয়াম আহমেদ 

চলতি বছর সিয়ামের জন্য ছিল হারানো জমি পুনরুদ্ধারের। সফল হয়েছেন। ‘জংলি’ দিয়ে মজবুত করেছেন ক্যারিয়ারের ভিত। কোরবানি ঈদে অতিথি শিল্পী হয়ে দারুণ আতিথেয়তা পান এ নায়ক। ‘তাণ্ডব’ সিনেমায় এক চোখা আরমান মনসুর হয়ে দারুণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আরমান মনসুর হয়ে এতটাই সাড়া জাগান যে নেটিজেনরা চরিত্রটি নিয়ে আলাদা সিনেমা বানানোর অনুরোধ করেন রায়হান রাফীকে। তিনিও বছর শেষে দুটি ছবিতে যুক্ত হওয়ার খবর দিয়ে আলোচনার টেবিলে নিজেকে ধরে রাখেন।

 image-547261-1745654205
আরিফিন শুভ

চলতি বছর ‘নীলচক্র’ দিয়ে ফেরেন আরিফিন শুভ। সাইবার ক্রাইম নিয়ে নির্মিত মিঠু খানের সিনেমায় এসপি হয়ে এসেছিলেন। হিরোইজম ঝেড়ে ফেলে চরিত্রাভিনেতা হয়ে মুগ্ধ করেছেন। বলিউডের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র ট্রেলারে মুখ দেখিয়ে এবং নতুন ছবিতে যুক্ত হওয়ার খবর দিয়ে আলোচনায় ছিলেন অভিনেতা।

Screenshot_2025-05-27_132742_20250527_133657116

শরিফুল রাজ 

আলোচনায় ছিলেন শরিফুল রাজও। ‘ইনসাফ’ দিয়ে বাণিজ্যিক সিনেমায় ফেরেন তিনি। স্টারডম ও অভিনয় দক্ষতা একসঙ্গে বহন করায় তার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শককে। এছাড়া উৎসব নির্মাতা তানিম নূরের পরের ছবি ‘বনলতা এক্সপ্রেসে’ যুক্ত হওয়ার খবরও নতুন করে আলচনায় আনে অভিনেতাকে।

g_20250312_172110577_20250521_102108583

মোশাররফ করিম

অভিনয়ের ক্ষেত্রে জলের মতো মোশাররফ করিম। যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করেন। চলতি বছর ‘চক্কর’ ও ‘ইনসাফ’-এর আকারটা ঠিকঠাক ধারণ করেছিলেন। চক্করের কেন্দ্রীয় চরিত্রে হাজির হয়ে দর্শকের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অন্যদিকে ‘ইনসাফে’ পুরোপুরি বাণিজ্যিক লুক ও মারকাটারি চরিত্র দিয়ে সকল প্রশংসা নিজের দিকে টেনেছিলেন। ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দিয়েও আলোচনায় ছিলেন অভিনেতা। 

আরআর