বিনোদন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম
গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুসছে সব শ্রেণি পেশার মানুষ। এ ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শোবিজ তারকা এবং ভারতের তারকারা।
এবার দিপু হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৭তম আসরের জয়ী এবং কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকী। তিনি লেখেন, ‘বাংলাদেশে পিটিয়ে মারার ঘটনার ভয়ানক ভিডিও দেখে আমি যতটা অসুস্থ বোধ করছি, ততটাই মানবিকতা নিয়ে প্রশ্ন জাগছে আমার মনে। এটাই কি ধর্ম রক্ষা করার পদ্ধতি? এই লোকগুলো অমানবিক দানব ছাড়া কিছুই নয়। আর গোটা বিশ্ব এই ঘটনা চুপ করে দেখছে। দয়া করে সরব হোন এবং দোষীদের ফাঁসিতে ঝোলান।’
বছর দুয়েক আগে হিন্দু দেবদেবীকে নিয়ে কটূক্তির জন্য কারাগারের যেতে হয়েছিল জনপ্রিয় এ কৌতুকশিল্পীর। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও ওঠে ফারুকীর বিরুদ্ধে।
উল্লেখ্য, ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দিপু চন্দ্র দাস, যার বয়স ২৮ বছরের কাছাকাছি। তাকে ১৮ ডিসেম্বর রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে।
ইএইচ/