বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
ট্রেলার দিয়ে দর্শকদের টেনে ধরেছে এসএস রাজামৌলীর ছবি ‘বারাণসী’। ছবিটির মাধ্যমে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার শোনা যাচ্ছে সিনেমাটির বাজেট বেড়ে নাকি ১৩০০ কোটি রুপি ছুঁয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন পিগি চপস। সেখানে তার কাছে শর্মা জানতে চান, ছবির বাজেট নাকি ১৩০০ কোটি ছুঁয়েছে? জানতে চান দেশী গার্লের পারিশ্রমিকও।
প্রিয়াঙ্কাকে নিয়ে কপিল বলেন, “এখন তো উনি রাজামৌলীর সঙ্গে কাজ করছেন। আমরা সকলেই ওর ছবির বাজেট সম্পর্কে অবহিত। কিন্তু আমি শুনেছি, প্রিয়াঙ্কা এই ছবিতে রয়েছেন বলেই ছবির বাজেট বেড়ে হয়েছে ১৩০০ কোটি টাকা।”
প্রিয়াঙ্কা হেসে সম্মতি জানাতেই কপিল ফের জানতে চান, “কিন্তু এই ১৩০০ কোটি টাকা কি শুধুই ছবি নির্মাণে খরচ হবে? না কি বারাণসীর মানুষকে চাকরিও দেওয়া হবে?” আবার বলেন, “আমি কিন্তু শুনেছিলাম, ছবির বাজেট প্রথমে এতটা ছিল না। আপনি যোগ দেওয়ার পরেই তা বৃদ্ধি পেয়েছে।”এবার যেন থতমত খান নিকের স্ত্রী।
চলতি মাসের জানুয়ারিতে শুটিং শুরু হয় ‘বারাণসী’র। এতে প্রিয়াঙ্কাকে দেখে চমকে উঠেছে সবাই। জানা গেছে, তিনি নাকি ৩০ কোটি পকেটে পুরেছেন ছবিটির জন্য।