বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
‘দ্য ওয়্যার অ্যান্ড ইট: চ্যাপ্টার ২’-খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা জেম্স রেনসোন আর নেই। গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ বিষয়টি।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে রেনসোনের। ৪৬ বছরের অভিনেতার বা়ড়ি থেকে পুলিশকে ফোন করা হয়। তড়িঘড়ি তাঁরা পৌঁছোন জেম্সের বাড়িতে। উদ্ধার করেন ঝুলন্ত দেহ। পুলিশি তদন্তে খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিকতার বিষয় উঠে আসেনি বলে জানা যাচ্ছে।
এদিকে মৃত্যুর দুদিন আগে সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন তার স্ত্রী জেমি মারফি। অভিনেতা মৃত্যুর পর সেটি ভাইরাল হয়েছে। ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’-এর সমর্থনে একটি তহবিল সংগ্রহ করার পোস্ট দিয়েছিলেন তিনি।
জেমস তার স্ত্রী জেমি ও দুই সন্তানের সঙ্গে থাকতেন। উল্লেখ্য, ‘সিনিস্টার’, ‘দ্য ব্ল্যাক ফোন’, ‘ইট’, ‘কেন পার্ক’, ‘ওল্ড বয়’, ‘দ্য লাই’, ‘দ্য সান অফ নো ওয়ান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।