বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
পোশাক ও মন্তব্যের কারণে বিতর্কের টেবিলে থাকেন ভারতীয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। এবার আলোচনায় এলেন থানায় গিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ভয় নিয়ে দিনের আলো ফোটার অপেক্ষায় ছিলেন। আজ সোমবার ভোরের আলো ফুটতেই বোনকে সঙ্গে নিয়ে থানায় ছুটতে হয় উরফিকে।তার কথায়, “জীবনের সবথেকে ভয়ানক অভিজ্ঞতা হলো।”
সকালে মুম্বাইয়ের দাদাভাই নওরোজি থানা থেকে একটি ছবি শেয়ার করেছেন উরফি। সেখানে বোন ডলি জাভেদের সঙ্গে একরাশ উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে তাকে।

ক্যাপশনে উরফি লিখেছেন, “ঘড়িতে এখন ভোর ৫টা। আর আমি এখন থানায় বসে রয়েছি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। গোটা রাত এক মিনিটের জন্যেও আমি আর আমার বোন ঘুমোতে পারিনি।”
উরফির পোস্ট শেয়ার দিয়ে তার বোন ডলি লিখেছেন, “আমি ভেবেছিলাম, মুম্বাই বোধহয় নিরাপদ! কিন্তু এত ভয়ানক! গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। এমন বিরক্তিকর এবং অনিরাপদ বোধ করলাম এই শহরে।”
এদিকে উরফির পোস্ট দেখে উদ্বিগ্ন তার অনুসারীরা। অনেকে জানতে চেয়েছেন ঘটনা। তবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেননি উরফি জাভেদ।