images

বিনোদন

আরিফিন শুভর সঙ্গে প্রেম ভাঙল কেন— মুখ খুললেন বিন্দু 

বিনোদন ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম

বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় এসেছেন আফসান আরা বিন্দু। বছর দুয়েক আগে অভিনেত্রী আলোচনায় আসেন ওয়েবফিল্ম ‘উনিশ২০’ দিয়ে। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। যদিও অনেক আগে থেকে শুভর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে তার। এবার সে বিষয়ে মুখ খুললেন বিন্দু।

সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদ ও প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেন বিন্দু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় শুভর সঙ্গে প্রেম-বিচ্ছেদ সম্পর্কে। উত্তর দিতে গিয়ে ইতস্তত করেন বিন্দু।

তিনি বলেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম…বিপজ্জনক প্রশ্ন!’ কিছুক্ষণ থেমে যোগ করেন, ‘কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই। আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম।’

২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিন্দু। ২০১৭ সাল থেকে আলাদাবাস শুরু করেন। ২০২২ সালে কাগজ-কলমে বিচ্ছেদ হয় তাদের।