images

বিনোদন

মঞ্চে হেনস্তার শিকার জনপ্রিয় গায়িকা, গ্রেফতার এক

বিনোদন ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কনসার্ট করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। কনসার্টে পারফর্ম চলাকালীন সময় এক ব্যক্তি মঞ্চে উঠে গায়িকাকে মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।  

শনিবার (২০ ডিসেম্বর) ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুল মাঠে সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু হয়। গায়িকার ম্যানেজার অনসুক মিত্র সংবাদমাধ্যমকে জানান, অনুষ্ঠান বেশ ভালোই চলছিল। লগ্নজিতা তাঁর সপ্তম গান হিসেবে এ বছরের পুজোর ছবি ‘দেবী চৌধুরাণী’-র ‘জাগো মা’ গানটি গেয়ে শেষ করেন। এরপর অষ্টম গান শুরু করার আগে তিনি যখন দর্শকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই হঠাৎ এক ব্যক্তি নিরাপত্তারক্ষীদের টপকে মঞ্চে উঠে পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই ব্যক্তি লগ্নজিতার কাছে চলে যান এবং তাঁকে মারতে উদ্যত হন। যদিও সেখানে উপস্থিত আয়োজকদের বাধায় আঘাত করতে পারেননি। মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার একটু সেক্যুলার গান গা!” এছাড়াও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন ওই তিনি।  

এই অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তার কারণে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি। এরপর ওই ব্যক্তির নামে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তির নাম মেহবুব মল্লিক, যিনি ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালি।  

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। 

ইএইচ/