বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পিএম
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ ২১ ডিসেম্বর। সমাবর্তনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি গ্রহণ করবেন। এবারের সমাবর্তনে গ্র্যাজুয়েটদের জন্য নানা পরিকল্পনা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জনিত কারণে কনসার্টি স্থগিত হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে ব্যান্ডটি।

রোববার (২১ ডিসেম্বর) ‘শিরোনামহীন’ এক বিবৃতিতে বলেছে, ‘রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে ‘শিরোনামহীন’-এর পারফর্ম করার কথা ছিল। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করার পর গতকাল রাত ৯টার দিকে আমাদেরকে জানানো হয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় তাদের কনভোকেশনের ২য় অংশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।’
কনসার্টটি বাতিল হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে উল্লেখ করে ‘শিরোনামহীন’ বলেছে, ‘এই কনসার্টের ৩০ শতাংশ সম্মানি অগ্রিম হিসেবে গ্রহণ করে। যেহেতু অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করছে তাই ‘শিরোনামহীন’ নিয়মের ব্যতিক্রম করে বাকি সম্মানী পরিশোধ না হওয়া সত্ত্বেও একই তারিখে স্টেট ইউনিভার্সিটি কনভোকেশনের কনসার্টটি বাতিল করে (যেটার তারিখ রাষ্ট্রীয় শোক দিবসের দিন থাকায় ২০ থেকে ২১ তারিখ করা হয়েছে) রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। কনসার্টটি শেষ পর্যন্ত বাতিল হওয়ায় এখানে আগত অতিথিদের মতো আমরাও দুঃখ পেয়েছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি।
আগত অতিথিদের একাংশের ধারণা ‘শিরোনামহীন’ ইচ্ছাকৃতভাবে এই কনসার্ট টি বাতিল করেছে। যেটি সত্য নয়।
ইএইচ/