images

বিনোদন

শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন, তারকাদের শোক

বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় শহীদ ওসমান হাদিকে। 

হাদির দাফন সম্পন্ন হওয়ার পর এক আবেগঘন পোস্টে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘বিদায় শরীফ ওসমান হাদি। বাংলাদেশের প্রতিটি হৃৎস্পন্দন তোমাকে স্মরণ করবে। তোমার স্বপ্ন দেখা সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব।’  

ছোটপর্দা অভিনেতা রাশেদ সীমান্ত লিখেছেন, ‘দল, নেতা-নেত্রীর দাস হইয়েন না! দাস হোন দেশের, বিবেকের। আপনার অবর্তমানে আপনি থাকবেন মানুষের হৃদয়ে।’ 

চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘হাদি চেয়েছিল কয়েকটা ভোট, পেয়ে গেল পুরো দেশ। এটাই বীরদের গল্প।’ 

ওসমান হাদির নামাজে জানাজার একটি ছবি প্রকাশ করে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আপনি জিতে গেছেন হাদি। বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান তাহলে সেটাই আলহামদুলিল্লাহ! আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে! বছরের পর বছর রাজনীতি করা কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে? রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য! আবার বলি আপনি জিতে গেছেন হাদি। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’ 

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘শরিফ ওসমান হাদী- একটা ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। আর এখন তো আপনি গোটা বাংলাদেশের মানুষের হৃদয়টা পেয়ে গেলেন। বিদায় হে চির বিপ্লবী বীর!’ 
নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, ‘যে দৃশ্যের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুই চোখকে করালেন। আমি ভাগ্যবান আমি ওসমান হাদির ভাই।’ 

কনটেন্ট ক্রিয়াটর ও অভিনেতা মাসরুর ইনান এক পোস্টে লিখেছেন, “লাখো মানুষের দোয়া স্পন্দনে আজ শুধুই তুমি, এর চেয়ে সুন্দর আর কিছু নাই! যেমন তুমি চেয়েছিলে চির উন্নত মম শির।” 

সামাজিক মাধ্যমে জনপ্রিয় দম্পতি বাংলাদেশি হাবিব ও বেলারুশের নাতালিয়া, ‘যাকে বলা হয়েছিল যে নাকি ৫০০ ভোট ও পাবে না, তার জানাজা ইতিহাসের স্মরণ কালের চেয়ে বেশি মানুষের উপস্থিতি। আল্লাহ পাক সবচেয়ে উত্তম পরিকল্পনা কারি। হাদি তোমাকে বাংলাদেশ অনেক দিন মনে রাখবে।’

ইএইচ/