বিনোদন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
বাবা হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক বচ্চন, যিনি বি প্রাক নামে পরিচিত। সামাজিক মাধ্যমে বাবা হওয়ার খবরটি জানিয়েছেন গায়ক নিজেই।
শনিবার (১৯ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ছোট্ট কৃষ্ণের ছবি প্রকাশ করে সংগীতশিল্পী লিখেছেন, ‘দ্বিজ বচ্চন, দ্বিতীয় সন্তান। রাধা-শ্যামের কৃপায় ১ ডিসেম্বর আমরা একটি পুত্রসন্তান লাভ করেছি। আমাদের মন কৃতজ্ঞতা এবং আনন্দে উচ্ছ্বসিত। সূর্য আবার উদিত হয়েছে যা আমাদের জীবনে আলো, আশা এবং নতুন শুরুর বার্তা নিয়ে এসেছে।’

এদিকে বাবা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা।
২০১৯ সালে মীরা বচ্চনকে বিয়ে করেন প্রতীক। ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন গায়কের স্ত্রী। ছেলের নাম রাখেন আদাব। ২০২২ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন মীরা। কিন্তু জন্মের কিছু দিনের মধ্যে বাবা মায়ের কোল খালি করে পাড়ি জমান না ফেরার দেশে।

দ্বিতীয় ছেলেকে হারানোর তিন বছরের মাথায় এ দম্পতির কোলে এলো পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন দ্বিজ বচ্চন।
‘তেরি মিট্টি’ গানের জন্য গোটে বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয় তিনি। এছাড়াও ‘মানা দিল’, ‘রাঞ্ঝা’, ‘সারি দুনিয়া জ্বলা দেঙ্গে’-সহ একাধিক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে।
ইএইচ/