images

বিনোদন

আতিফ আসলামের স্থগিত কনসার্ট নিয়ে সুখবর

বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

গত ১৩ ডিসেম্বর ঢাকায় আয়োজিত জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বন্ধ হওয়ায় মন ভেঙেছে তার ভক্তদের। এবার কনসার্ট স্থগিতের এক সপ্তাহ পেরুতেই সুখবর দিলেন গায়ক নিজেই। জানিয়েছেন কনসার্ট স্থগিত হলেও, পুরোপুরি বাতিল হয়নি। নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এ কনসার্ট। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে আতিফ আসলাম নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ফটোকার্ড প্রকাশ করে জানান, ঢাকার যে কনসার্টটি স্থগিত করা হয়েছিল, সেটি আবার অনুষ্ঠিত হবে। গত ১৩ ডিসেম্বরের কনসার্টের টিকিট আগামী শোর জন্য বহাল থাকবে। 

image

এদিকে আতিফের কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ গায়কের পোস্টটি তাঁদের ফেসবুকে শেয়ার করে জানিয়েছে যে, জাতীয় নির্বাচনের শেষে কনসার্টটি নতুন তারিখে আয়োজন করা হবে।

গায়কের পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, আগামী নির্বাচনের পর স্থগিত ১৩ ডিসেম্বরের কনসার্টটি আয়োজন করা হবে। যারা টিকিট কেটেছিলেন, তারা চাইলে সেই টিকিট দিয়েই নতুন তারিখের কনসার্টটি উপভোগ করতে পারবেন। তবে যারা নতুন তারিখে কনসার্টে অংশ নিতে আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগও রাখা হয়েছে।

image

মেইন স্টেজ জানায়, টিকিটধারীরা চাইলে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। তবে একবার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে এবং সেটি পুনরায় বিক্রি, স্থানান্তর বা ব্যবহার করা যাবে না।

রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে লিখেছে, ২১ ডিসেম্বর থেকে ১০ কর্মদিবস পর আনুষ্ঠানিকভাবে রিফান্ড কার্যক্রম শুরু হবে। এই সময়সীমা শেষ হলে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক প্রকাশ করা হবে, যেখানে টিকিটধারীরা লগইন করে রিফান্ডের আবেদন করতে পারবেন।