বিনোদন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
গত বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ জনগণের মধ্যে। যার আঁচ পড়েছে সংবাদমাধ্যমের অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। হামলা ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ধারণা করছেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে বানচালের জন্য এক পক্ষ হাদীর মৃত্যুকে ইস্যু তৈরির চেষ্টা করছেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রেক্ষাপট টেনে সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক পোস্টে নির্মাতা লেখেন, ‘সবকিছুই আসন্ন ইলেকশন বানচালের ধান্দা। কেউ ঘোষণা দিয়ে চায় না, কেউ কেউ মুখে বলে চায় আসলে কিন্তু চায় না, কেউ বলে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে কিন্তু খোদ রাজধানীতেই মব সামলাইতে পারে না।’

সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পালালেও তার নির্বাচন ভীতি দেশ ছাড়েনি উল্লেখ করে নিপুণ লিখেছেন, ‘হাসিনা পালাইলেও হাসিনার ইলেকশন ভীতি আসলে ভারতে পালায় নাই, হাসিনার ইলেকশন ভীতি এদের সবার অন্তরে বসে ভুট্টা খাচ্ছে।’
সবশেষে হাদীর ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে নির্মাতা লিখেছেন, ‘শহীদ ওসমান হাদী হত্যার বিচার হতেই হবে। কিন্তু শহীদ ওসমান হাদী এই নির্বাচন করার জন্য দিনের পর দিন যত কিলোমিটার হাঁটছেন, ময়লা পানি গায়ে মাখাইছেন হাসিমুখে, সেইটার সম্মান অন্তত রাখবেন।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার মস্তিষ্কে রয়েছে।
এ অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
ইএইচ/