বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে ঢাকাই সিনেমায় নতুন জোয়ার এনেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নিয়ে আসছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। গত ১৬ ডিসেম্বর ছবির পোস্টার ও টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।
‘রইদ’ -এর জন্য ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগিয়েছিলেন পরিচালক। দীর্ঘ ছয় মাস ধরে সেই গাছগুলোর নিবিড় যত্ন নেওয়া হয়েছিল যাতে পুরো এলাকাটি যেন সিনেমার সঙ্গে মিশে যায়। গল্পের প্রয়োজনে কোনো কৃত্রিম গ্রাফিক্স নয়, বরং শুটিংয়ের প্রয়োজনে নির্মাণ করা হয় একটি বাড়ি। নির্মাতা সুমনের ভাষ্য, ‘লোকেশনকে কেবল ব্যবহার নয়, বরং লোকেশনকে গল্পের অবিচ্ছেদ্য অংশ করে তুলতেই এই কঠোর পরিশ্রম।’

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মহানগর’ খ্যাত অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
এদিকে ‘রইদ’-এর পোস্টার প্রকাশের দিনই জানানো হয় বড় সুখবর। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘আইএফআরআর’ বা রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে নাম লিখিয়েছে ‘রইদ’। উৎসবের সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমাটি।
ইএইচ/