images

বিনোদন

‘পাঠান ২’-তে শাহরুখ, চমক হিসেবে থাকছেন যে দক্ষিণী সুপারস্টার

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সিক্যুয়েলের। এর পর থেকে আলোচনায় কোন তারকারা থাকছেন ‘পাঠান ২’ সিনেমায়। ইতোমধ্যে সামনে এসেছে দক্ষিণী সুপারস্টার অভিনেতা জুনিয়র এনটিআর-এর নাম। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ‘পাঠান ২’ সিনেমায় শাহরুখের সঙ্গে ঝড় তুলতে পারেন এ দক্ষিণী অভিনেতা! 

ইতোমধ্যে চিত্রনাট্যের কাজ শেষে করে ফেলেছেন ছবির পরিচালক আদিত্য চোপড়া। আগামী বছরের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে পর্দায় দুই সুপারস্টারের দ্বৈরথ দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। যদিও জুনিয়র এনটিআর বিষয়ে মুখ খোলেনি ছবি সংশ্লিষ্টরা। 

image

দেড় বছরেরও বেশি সময় ধরে চিত্রনাট্য লিখেছেন আদিত্য চোপড়া। কেন এত দেরি? সূত্রের দাবি, সিক্যুয়েলটি নিছকই একটি সিক্যুয়েল হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তাঁর লক্ষ্য যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও ব্যবসা সফল করে তোলা। 

 ‘পাঠান’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বিশ্ব জুড়ে এক হাজার কোটি রুপির ব্যবসা করেছিল। তবে ছিল বেশ কিছু বিতর্ক। দীপিকার পোশাকের কারণে বয়কটের ডাক উঠেছিল। তবে বয়কটের ডাকেও রেকর্ড গড়ে সিনেমাটি।

শাহরুখ এখন ‘কিং' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনেতাকে সবশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালের মুক্তি প্রাপ্ত ‘জানকি’ সিনেমায়। 

ইএইচ/