images

বিনোদন

অন্যদের সঙ্গে কারিনার রোমান্স মানতে পারতেন না সাইফ 

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত কারিনা কাপুর ও সাইফ আলী খান। বেশ কিছুদিন দিন চুটিয়ে প্রেমের পর বিয়ে করেন তারা। তবে কারিনাকে নিয়ে একসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন সাইফ। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তার কথায়, “কারিনা এমন একজন মানুষ যার কোনো তুলনা হয় না। আমি তাকে পার্টনার হিসেবে পেয়ে ধন্য। কিন্তু আমি ওর সঙ্গে সম্পর্কের শুরুতে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতাম। এইসময় আমি রানি মুখোপাধ্যায়ের সঙ্গে পরপর ছবি করছিলাম। রানি আমাকে উপদেশ দিয়েছিল সম্পর্কে নেতিবাচক দিক সরিয়ে রাখতে এবং সম্পর্কে আমিই সব এমন হাবভাব না দেখাতে। আসলে আমি কারিনার সঙ্গে সম্পর্কে আসার আগে যাঁদের ডেট করেছি তাঁরা কেউ বিনোদুনিয়ার ছিলেন না। তাই আমাকে সেভাবে তলিয়ে ভাবতে হয়নি। কিন্তু কারিনার সঙ্গে সম্পর্কে যাওয়ার পর আমাকে এটা মাথায় রাখতে হয়েছিল”

kareena-1_20241110_113928719_(2)

সাইফের সঙ্গে সম্পর্কের সময় কারিনা জনপ্রিয়তার মধ্য গগণে। ব্যস্ত থাকতেন একের পর এক সিনেমা নিয়ে। কিন্তু পর্দায় বিভিন্ন নায়কের সঙ্গে তাকে রোমান্স করতে দেখা যেত অভিনেত্রীকে। মানতে পারতেন না সাইফ।

তার ভাষ্য, “ও বিভিন্ন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে, তাঁদের সঙ্গে পর্দায় রোম্যান্স করবে। এটা জানা সত্ত্বেও মেনে নেওয়া আমার জন্য একটু কঠিনই ছিল। সম্পর্কের বয়স বাড়লে পার্টনারের জীবনযাত্রা সম্পর্কে অবগত হওয়ার পর অনেক কিছু মানিয়ে নেওয়া সহজ হয় কিন্তু সম্পর্কের শুরুতে অনেক কিছু নিয়েই আশঙ্কা থাকে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল।”

ali-khan_20250116_125215349_(1)

শহীদ কাপুরের সঙ্গে তুমুল প্রেমের সময় কারিনার জীবনে আসেন সাইফ। এরপর প্রেমের উন্মাদনায় ভেসে সাইফের ঘরণী হন অভিনেত্রী। দুই সন্তান নিয়ে সুখের জীবন তাদের।