বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
মাস কয়েক আগে জানা গিয়েছিল ভারতের নির্মাতা সৌমিক সেন পরিচালিত ওয়েব সিনেমা ‘জ্যাজ সিটি’ তে অভিনয় করেছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। গত সেপ্টেম্বরে প্রকাশ্যে আসে এ সিরিজের প্রথম ঝলক। যা দেখে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন শুভ ভক্তরা। মুক্তির অপেক্ষা ছিলেন তারা।
অবশেষে জানা গেল আগামী বছরে ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। দেখা যাবে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায়। এ সিরিজের আরিফিনকে জিমি রায় চরিত্রে। তাঁকে ঘিরেই গল্প। প্রথম ঝলকের মতো ট্রেলারেও একাধিক লুকে ধরা দিয়েছেন এ অভিনেতা। কখনও ধরা দিয়েছেন ধূসর রঙের স্লিম কাট স্যুট, আবার কখনও সাদা ঝকঝকে স্যুটে।

২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, ১৯৭০-৭১ দশকের পটভূমি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে আসবে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিনেমায়। শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে।
সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৌমিক সেন। জ্যাজ সিটি পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে তিনি অভিনয় করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’ তে।
ইএইচ/